Media news - লাভ দ্য ওয়ে ইউ লাই টু

লাভ দ্য ওয়ে ইউ লাই টু
‘দ্য মনস্টার’ গানটি দিয়ে ইউকে চার্টের ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন সঙ্গীতশিল্পী রিহানা। আমেরিকান র‌্যাপার এমিনেমের সঙ্গীতায়োজনে গত ২৯ অক্টোবর মুক্তি পায় গানটি। উঠে আসে শীর্ষ অবস্থানে। তেমনই আরও একটি গানের জন্য তিনি জনপ্রিয়। ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ গানটির জন্য পাওয়া জনপ্রিয়তার সূত্র ধরে এলো ‘লাভ দ্য ওয়ে ইউ লাই টু’। ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ খ্যাত এ শিল্পীর ইউকে চার্টে ইতিহাস গড়ার ভিত রচনা হয় ২০০৭ সালে। সে বছর রিহানার ‘আমব্রেলা’ গানটি অবস্থান করে চার্টের শীর্ষে। এরপর ‘টেক আ বো’ (২০০৮), ‘রান দিস টাউন’ (২০০৯), ‘ওনলি গার্ল’ (২০১০), ‘হোয়াটস মাই নেম’ (২০১০), ‘উই ফাউন্ড লাভ’ (২০১১) এবং ‘ডায়মন্ডস’ গানটি দিয়ে ২০১২ সাল পর্যন্ত ধারাবাহিকভাবে চার্টের শীর্ষে থাকেন ২৫ বছরের এ শিল্পী। আর চলতি বছর মুক্তি পাওয়া ‘মনস্টার’ গানটি দিয়ে নতুন রেকর্ড গড়লেন তিনি। রিহানার আগে টানা সাত বছর সাতটি গান দিয়ে ইউকে চার্টের শীর্ষে অবস্থানের এ রেকর্ড ছিল আমেরিকান শিল্পী এলভিস
প্রিসলি এবং গানের দল বিটলসের। পরপর সাত বছর ইউকে টপচার্টের শীর্ষস্থানটি নিজের দখলে রেখে রেকর্ড গড়েছিলেন রিহানা। ‘দ্য মনস্টার’ গানটি র্যাপ স্টার এমিনেমের সাথে ফিচার করে তিনি তালিকার এক নম্বরে উঠে আসেন। তালিকার দ্বিতীয় এবং তৃতীয় অবস্থানে আছেন যথাক্রমে নিউজিল্যান্ডের গায়ক লর্ডের ‘রয়্যালস’ এবং ফ্যাট বয় স্লিমের ‘ইট স্লিপ রেভ রিপিট’ গান দুটি। রিহানার সাফল্যের গল্পে ‘লাভ দ্য ওয়ে ইউ লাই’ গানটির নাম অবশ্যই উল্লেখ করার মতো।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts