বলা
হয় ভারতে ক্রিকেটারদের পর জনপ্রিয়তার শীর্ষে হচ্ছেন বলিউড তারকারা। ভক্তরা
তাদের ভালোবাসেন। তারকারাও ভক্তদের ভালোবাসাকে শ্রদ্ধা করেন। কিন্তু কখনও
কখনও ভক্তদের ভালোবাসায় বিরক্তও হতে হয় তারকাদের। সম্প্রতি অভিনেত্রী
ক্যাটরিনা কাইফ জানালেন, ভক্তদের ওপর মাঝে মাঝে বিরক্ত হন তিনি। না ভক্তদের
দেখলেই যে তেলে-বেগুনে ক্যাট জ্বলে ওঠেন ব্যাপারটি মোটেও তেমন কিছু নয়!
ক্যাটরিনাও তার ভক্তদের ভালোবাসেন। কিন্তু এই ভক্তদের ভালোবাসায় ক্যাট
বিরক্ত হন শুটিং চলাকালে। যখন কোনো সিরিয়াস শট দিচ্ছেন ক্যাট আর ভক্তরা
চারপাশে তার নাম ধরে চিত্কার করছে! এ প্রসঙ্গে ক্যাট বলেন, ‘আমি শুটিংয়ে
খুব সিরিয়াস থাকি। চেষ্টা করি আমার সেরাটা দিতে। অনেক সময় দেখা যায় খুব
সিরিয়াস কোনো শট দিচ্ছি কিন্তু দর্শকরা আমার নাম ধরে এমনভাবে চিত্কার করছে
যে আমি আমার কাজে মনোনিবেশই করতে পারছি না। তখন খুবই বিরক্ত হতে হয় আমাকে।’
৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে শুটিংস্পটে আমি আমার পরিচালক এবং সহ-অভিনেতা ছাড়া কারো সাথেই কথা বলি না। যেন যে চরিত্রে আমি কাজ করছি সেই চরিত্রের মধ্যেই থাকতে পারি।’
৩১ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘সত্যি কথা বলতে শুটিংস্পটে আমি আমার পরিচালক এবং সহ-অভিনেতা ছাড়া কারো সাথেই কথা বলি না। যেন যে চরিত্রে আমি কাজ করছি সেই চরিত্রের মধ্যেই থাকতে পারি।’