Lifestyle news - ব্লিচিং ব্যবহারে ঝুঁকিতে শিশুরা

 
অনেকে ঘরদোর ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কারের কাজে ব্লিচিং পাউডার ব্যবহার করেন। এতে ঘরদোর ঝকঝকে হয় বটে, কিন্তু শিশুরা শ্বাসতন্ত্রসহ নানা সংক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। অকুপেশনাল অ্যান্ড এনভায়রনমেন্টাল মেডিসিন সাময়িকীতে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে এ আশঙ্কার কথা বলা হয়েছে। তিনটি দেশের নয় হাজার স্কুলশিক্ষার্থীর ওপর ওই গবেষণা চালানো হয়। এর মধ্যে নেদারল্যান্ডসের ১৯টি, ফিনল্যান্ডের ১৭ ও স্পেনের ১৮টি বিদ্যালয় রয়েছে। তাদের মা-বাবাকেও একগুচ্ছ প্রশ্ন করা হয়। এর মধ্যে ছিল গত এক বছরে তাঁদের শিশুরা ফ্লু, টনসিলের সমস্যা, সাইনাসের সমস্যা, শ্বাসতন্ত্রের সংক্রমণ, নিউমোনিয়া প্রভৃতি রোগে আক্রান্ত হয়েছে কি না এবং প্রতি সপ্তাহে অন্তত একবার তাঁরা ব্লিচিং ব্যবহার করে ঘর পরিষ্কার করতেন কি না।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts