Media news - ভক্তদের কাছে ক্ষমা চাইলেন আলিয়া

ভক্তদের কাছে ক্ষমা চাইলেন আলিয়া
একসময় তারকারা আকাশের তারার ন্যায় দূরত্বে থাকলেও সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোর সৌজন্যে এখন তারা ভক্তদের হাতের নাগালেই চলে এসেছেন। প্রায় সব তারকারই ফেসবুক-টুইটারে একাউন্ট আছে, যার মাধ্যমে তারা ভক্তদের সাথে যোগাযোগ করতে পারেন। ব্যতিক্রম নন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। কিন্তু কাজের ব্যস্ততার কারণে গত কয়েক মাস সোশ্যাল মিডিয়াতে আলিয়াকে খুব একটা পাওয়াই যায়নি। আর এজন্যই ভক্তদের কাছে ক্ষমা প্রার্থনা করলেন আলিয়া ভাট। আসলে ‘উড়তা পাঞ্জাব’ ছবির জন্য এতদিন ব্যস্ত ছিলেন আলিয়া। ছবির কাজ শেষ। এখন তাই ঘরের মেয়ে ঘরেই ফিরে এসেছেন। আর এই ছবির ব্যস্ততার জন্যই এতদিন আলিয়া তার ভক্তদের সাথে যোগাযোগ করতে পারেননি। এজন্য বাড়ি ফিরেই ভক্তদের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে এই অভিনেত্রী বলেন, ‘আমি খুবই দুঃখিত যে আমার ভক্তদের সাথে এতদিন যোগাযোগ করতে পারিনি। এজন্য শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমাদের ছবির কাজ শেষ। সবকিছুই আশানুরূপ হয়েছে। কাজ শেষ করে বাড়ি ফিরে এসেছি। আশা করছি এখন থেকে আবারও আমার ভক্তদের সাথে নিয়মিত যোগাযোগ করতে পারবো।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts