National news - 2৪ এপ্রিল গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি

২৪ এপ্রিল গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণার দাবি
রানা প্লাজা ধসে দ্বিতীয় বছরপূর্তিকে সামনে রেখে বিভিন্ন দাবিতে মিছিল করেছে নিহত ও আহত শ্রমিকদের স্বজন ও পোশাক কারখানার শ্রমিকরা। সাভার বাজার বাসস্ট্যান্ডে ধসে পড়া রানা প্লাজার সামনে গতকাল শুক্রবার সকালে লাল পতাকা হাতে নিয়ে মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে বাংলাদেশ গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নামের একটি শ্রমিক সংগঠন। তারা ২৪ এপ্রিলকে গার্মেন্টস শ্রমিক শোক দিবস ঘোষণা ও রানা প্লাজার নিহত, আহত ও নিখোঁজ শ্রমিকদের সম্পূর্ণ ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান। এছাড়াও এ হত্যাকাণ্ডের বিচার ও রানা প্লাজার সামনে অবৈধ দোকানপাট উচ্ছেদ করে সেখানে শ্রমিক স্মৃতিসৌধ নির্মাণের দাবি জানানো হয়।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে নিহত ও আহত পরিবারের স্বজনরা এবং ক্ষতিগ্রস্ত শ্রমিক-কর্মচারী এ প্রতিবাদ সমাবেশে অংশগ্রহণ করেন। সমাবেশে বাংলাদেশ গার্মেন্ট শ্রমিক সংগঠনের নেতারা অবিলম্বে রানা প্লাজা ধসের সাথে জড়িতদের গ্রেফতার করে সরকারের কাছে ফাঁসির দাবি জানান। এসব দাবি না মানলে সব ক্ষতিগ্রস্ত শ্রমিকদের নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারী দেন তারা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts