Media news - মন ভালো নেই ফক্সের

মন ভালো নেই ফক্সের
ক্যারিয়ারে আত্মতৃপ্তি চলে এলে অনেক সাধ থেকেই বঞ্চিত হবার সুযোগ থাকে। হলিউড অভিনেত্রী এবং মডেল মেগান ফক্স এমনটিই মনে করেন। আর এজন্যই নিজেকে অসাধারণ কেউ না ভেবে সাধারণ কেউ ভাবতেই পছন্দ করেন তিনি। কিন্তু হঠাত্ নিজের ব্যাপারে ফক্সের এমন কথা বলার কারণ কি! আসলে কিছু মানুষের জন্যই মন খারাপ হয়েছে তার। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অনেকের ধারণা আমি আত্মতৃপ্তিতে ভুগছি এবং মানুষকে আকর্ষণ করার জন্য আমি সবকিছুই করতে পারি। আমি তাদের জানাতে চাই, আপনাদের এই ধারণা মোটেও সঠিক নয়।’ ২০০৭ সালে ট্রান্সফরমার্স ছবির মাধ্যমে দর্শকের কাছে সুপরিচিত এই অভিনেত্রী বলেন, ‘সে সময় আমি কিছুই বুঝতাম না। আমি একটা বাচ্চা ছিলাম। কিন্তু এখন আমি আর সেই রকম নই।’ ২৮ বছর বয়সী এই অভিনেত্রী আরও বলেন, ‘নিজেকে নিয়ে আমি এখন পর্যন্ত অনেক সাক্ষাত্কার দিয়েছি। এসব সাক্ষাত্কারের শুরুর আমি এবং এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য পাওয়া যায়। আসলেই আমি আর আগের মতো নেই। তাই কেউ যদি আমাকে গতানুগতিক মিউজিক ভিডিওর মডেল মনে করেন তবে এটা তার ভুল।’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts