Media news - শিগগিরই মুক্তি জ্যোতির ‘অনিল বাগচীর একদিন’

শিগগিরই মুক্তি জ্যোতির ‘অনিল বাগচীর একদিন’
অভিনত্রী জ্যোতিকা জ্যোতি। গত মাসে তার অভিনীত ‘অনিল বাগচীর একদিন’ ছবিটি মুক্তির ঘোষণা থাকলেও শেষ পর্যন্ত আবারও মুক্তির তারিখ পিছিয়ে গেল ছবিটির। তবে কবে ছবিটি মুক্তি পাবে এই বিষয়ে নিশ্চিত কিছু বলতে পারেননি জ্যোতি। তবে হুমায়ূন আহমেদের জন্মদিন বা মৃত্যু বার্ষিকীতে ছবিটি মুক্তি পেতে পারে বলে জানান তিনি। জ্যোতি এখন ব্যস্ত আছেন একক ও ধারাবাহিক নাটক নিয়ে। পহেলা বৈশাখ ও ঈদকে কেন্দ্র করে চলছে এখনকার ব্যস্ততা। ‘শুভ নববর্ষ’ শিরোনামে একটি নাটক মুক্তি পাবে এই বৈশাখে। এছাড়া ‘যে চিঠির কোনো ঠিকানা নেই’, ‘রাজরাণী’সহ বেশ কয়েকটি একক নাটকের কাজ চলছে তার। এছাড়া প্রচার হচ্ছে কয়েকটি ধারাবাহিক। নতুন আরও একটি ছবিতে চুক্তিবদ্ধ হতে যাচ্ছেন। সবকিছু ঠিক থাকলে আগামী শীতে ছবির শুটিং শুরু হবে। তবে এবারও তার মূলধারার ছবি করা হচ্ছে না।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts