Lifestyle news - আঙুলে হঠাৎ ‘তালা’!

কখনো কখনো এমন হয় যে কোনো একটা আঙুল ভাঁজ করার পর তা আর খোলা যায় না। মনে হয় যেন কেউ লক করে বা তালা দিয়ে আটকে রেখেছে। এই অবস্থাকে বলে ট্রিগার ফিঙ্গার।
চিকিৎসাবিজ্ঞানের ভাষায়, এমন সমস্যার নাম স্টেনোসিং সাইনুভাইটিস। আঙুলের পেশি ও হাড়ের মধ্যে সংযোগ স্থাপন করে যে তন্তু বা টেনডন, তাতে প্রদাহ হলেই এমনটা ঘটে। ৪০ থেকে ৬০ বছর বয়সীদেরই এমনটা বেশি হয়। ডায়াবেটিস, গেঁটে বাত বা রিউমাটয়েড আর্থ্রাইটিস রোগীদের হয় এ সমস্যা। হতে পারে ধূমপায়ীদেরও। যাঁরা বারবার আঙুল খোলা ও ভাঁজ করার কাজ করেন, যেমন: কারখানার শ্রমিক বা বাদক—তাঁদের এ ধরনের সমস্যা বেশি হওয়াটা অস্বাভাবিক নয়। পুরুষের তুলনায় মেয়েরাই ভোগেন বেশি। এ রোগের চিকিৎসায় সাধারণত বিশেষ ব্যায়াম, ঠান্ডা ও গরম ছ্যাঁক এবং কিছু দিনের জন্য আঙুলের ব্যবহারে বিশ্রাম দেওয়া হয়। কখনো শল্যচিকিৎসারও প্রয়োজন পড়তে পারে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts