World news - সিরীয় সংঘাত: রেড ক্রিসেন্টের ৫০ স্বেচ্ছাসেবকের মৃত্যু

সিরীয় সংঘাত: রেড ক্রিসেন্টের ৫০ স্বেচ্ছাসেবকের মৃত্যু
গত চার বছর ধরে সিরিয়ায় সংঘাতে এ পর্যন্ত রেড ক্রিসেন্টের ৫০ স্বেচ্ছাসেবী মারা গেছেন। এদের মধ্যে চলতি সপ্তাহে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব নগরীতে কয়েক ঘন্টার মধ্যে দুইজন প্রাণ হারিয়েছেন।
খবর এএফপি’র।
ইন্টারন্যাশনাল ফেডারেশন অব রেডক্রস অ্যান্ড রেড ক্রিসেন্ট সোসাইটির মধ্যপ্রাচ্য ও আফ্রিকা অঞ্চলের পরিচালক ইলিয়াস গনিম জানান, সিরিয় যুদ্ধে সিরিয়ান আরব রেড ক্রিসেন্টের (এসএআরসি) ৪২ ও ফিলিস্তিন রেড ক্রিসেন্টের আট স্বেচ্ছাসেবক প্রাণ হারিয়েছে। 
এক টুইট বার্তায় ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস আন্তর্জাতিক এই সংস্থাটির ৫০ স্বেচ্ছাসেবীর মৃত্যুর কথা জানায়। 
বার্তাটিতে আরো বলা হয়, ২০১১ সালের মার্চ মাসে সিরিয়ায় সংঘাত শুরু হওয়ার পর থেকে অন্যদের জীবন বাঁচাতে দিয়ে রেড ক্রিসেন্টের এই স্বেচ্ছা সেবকরা প্রাণ দিয়েছেন।
আইসিআরসি জানায়, এসএআরসি’র স্বেচ্ছাসেবী ইবরাহীম ঈদ ও মোহাম্মদ আলমেদ কামোউয়া বৃহস্পতিবার ইদলিবে সর্বশেষ প্রাণ হারিয়েছেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts