Media news - এবার রবিঠাকুরের চিত্রাঙ্গদা

এবার রবিঠাকুরের চিত্রাঙ্গদা
হালের একজন প্রতিশ্রুতিশীল মডেল ও অভিনেত্রী হিসেবে ভাবনাকে সবাই চেনেন। এর বাইরেও তার আরেকটি পরিচয় হলো—তিনি একজন শাস্ত্রীয় নৃত্যশিল্পী। পাশাপাশি ভরত নাট্যমেও রয়েছে তার বেশ দক্ষতা। তবে অভিনয়ে ভাবনা নিজেকে এমন একটি অবস্থানে নিয়ে গেছেন, যেখানে তার ভক্ত দর্শকরা প্রায় ভুলেই গেছেন যে নাচেও তিনি বেশ পারদর্শী। রবীন্দ্রনাথ ঠাকুরের নৃত্যনাট্য ‘চিত্রাঙ্গদা’ নিয়ে এবারই প্রথম দেশের বাইরে যাচ্ছেন ভাবনা। আসছে ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’। ওইদিনই উদ্বোধনী অনুষ্ঠানে ‘চিত্রাঙ্গদা’ নিয়ে উপস্থিত হবেন তিনি। এবারই প্রথম আমেরিকা যাচ্ছেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘দেশের ভেতরে অনেকবার আমি ‘চিত্রাঙ্গদা’ উপস্থাপন করেছি। দেশের বাইরেও অনেক জায়গায় একই ‘চিত্রাঙ্গদা’ নিয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু আমি সবসময়ই চেয়েছি একটি ভালো মানের অনুষ্ঠানে গিয়ে এটি উপস্থাপন করতে। অবশেষে আমার সেই স্বপ্ন পূরণ হতে যাচ্ছে। যারা আমাকে এই সুযোগ করে দিয়েছেন তাদের কাছে আমি ভীষণ কৃতজ্ঞ।’ মূলত বাংলাদেশ ফাউন্ডেশন অব ফ্লোরিডার আমন্ত্রণে তিনি ‘৪র্থ উত্তর আমেরিকা রবীন্দ্র সম্মেলন’-এ ‘চিত্রাঙ্গদা’ নিয়ে হাজির হবেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট ওবামার উপদেষ্টা ড. নীনা আহমেদ। অনুষ্ঠানে যোগ দিতে এরমধ্যে ফ্লোরিডার উদ্দেশে রওনা হয়েছেন ভাবনা। আগামী ৭ এপ্রিল দেশে ফিরবেন তিনি। এদিকে অনিমেষ আইচের নির্দেশনায় একটি চলচ্চিত্রে কাজ করবেন বলে ভাবনা বেশ কয়েকমাস থেকে নাটকে অভিনয় করছেন না। ওই চলচ্চিত্রের শুটিং খুব শিগগিরই শুরু হবে বলে জানালেন তিনি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts