Lifestyle news - সুখের তারতম্য

সুখের তারতম্য সামাজিক যোগাযোগের ওয়েবসাইট ফেসবুক ব্যবহারকারী বর্তমান প্রজন্ম আগের দশকের প্রজন্মের চেয়ে বেশি সুখী। ইউরোপিয়ান জার্নাল ফর পাবলিক হেলথ সাময়িকীর অনলাইন সংস্করণে প্রকাশিত জনস্বাস্থ্যবিষয়ক গবেষণা প্রতিবেদনে এ কথা জানানো হয়েছে। প্রতিবেদনে ১১ থেকে ১৫ বছর বয়সী শিশু-কিশোরদের ‘ফেসবুক প্রজন্ম’ বলে গণ্য করা হয়েছে। গবেষণাটি সমন্বয় করেন স্কটল্যান্ডের সেন্ট অ্যান্ড্রুজ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ক্যান্ডেস কুরি। ফলাফলে দেখা যায়, এখনকার ফেসবুক প্রজন্ম পূর্ববর্তী দশকের সমবয়সীদের তুলনায় মাদক সেবন, ধূমপান এবং বখে যাওয়ার প্রতি তুলনামূলক কম আসক্ত হচ্ছে। তবে ব্যক্তিগত পর্যায়ে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে বর্তমান তরুণ প্রজন্ম তাদের পূর্বসূরিদের চেয়ে পিছিয়ে পড়েছে। এখনকার তরুণেরা ঘুরে বেড়ানোর চেয়ে ঘরে বসে সময় কাটানো এবং যান্ত্রিক খেলায় (গেমস) বেশি ব্যস্ত থাকে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts