জনপ্রিয়
সঙ্গীতশিল্পী মেহরীন। দেশের অন্যতম পপ তারকাদের সারিতে অন্যতম একজন তিনি।
এরইমধ্যে ইউটিউবে চ্যানেল খুলেছেন মেহরীন। ‘পপডিভা মেহরীন’ তার চ্যানেলের
নাম। যেখানে মেহরীনের গানগুলো দেখতে ও শুনতে পারবেন তার ভক্তরা।
ক্যারিয়ারের শুরু থেকে আজ অবধি অসংখ্য হিট গান উপহার দিয়েছেন তিনি। এমনকি
দেশের বিখ্যাত অনেক মিউজিশিয়ানদের সাথেও কাজ করেছেন তিনি। তবে এবার একটু
অন্য পথেই হাঁটতে চান এই পপ গায়িকা। এবার নতুন মিউজিশিয়ানদের সাথে কাজ করতে
আগ্রহ প্রকাশ করেন তিনি। এ প্রসঙ্গে মেহরীন বলেন, ‘এখন অনেক নতুন মেধাবীরা
আসছে। যারা কাজের প্রতি খুবই ডেডিকেটেড। তবে কোনো অহঙ্কারী নতুনদের সাথে
কাজ করতে চাই না। নতুন কাজটি প্রায় মাঝ পথে। গানটি শেষ হলেই জানাবো।’
মেহরীনের এখনকার ব্যস্ততা চলছে লাইভ শো নিয়ে। আজ একটি বেসরকারি রেডিওতে
লাইভ থাকবেন তিনি।
গানে
নিয়মিত থাকলেও দীর্ঘ ছয় বছর হলো কোনো অ্যালবাম করছেন না তিনি। বিশ্বের
অন্যান্য শিল্পীদের মতোই একক গান রিলিজ দিচ্ছেন ডিজিটাল পদ্ধতিতে।