দেখা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সরফরাজ খানের সঙ্গে। তিনি জানান, শিক্ষার্থীদের বাজেটটাকে মাথায় রেখে পোশাক আনা হয় বলে আজিজে শপিং করতে তিনি স্বাচ্ছন্দ্যবোধ করেন। আরেক ক্রেতা ইডেন কলেজের ছাত্রী আয়েশা দিমা জানালেন, এখানে একই জায়গায় বিভিন্ন ফ্যাশন হাউজ থাকায় পছন্দের সব রকম পোশাক পাওয়া যায়। হাতের কাজের পোশাকই এবার গরমে তাঁর পছন্দ।
দেখে নিন আজিজ সুপার মার্কেটে এবারের গরমের পোশাক সংগ্রহ।
টি-শার্টনিত্য উপহারের বিক্রয়কর্মীরা জানালেন, তাঁরা ডিটিটি প্রিন্ট এনেছেন এবার। এই প্রিন্টের কাপড় পরলে ঘাম শরীরের কোনো ক্ষতি করতে পারে না। এ ছাড়া ইজিতে আছে গোল গলা, ভি গলা, পোলো, হাফ হাতা, ফুল হাতা টি-শার্ট। প্রতিবছরই হাতা, নকশা, কাপড়, প্রিন্ট, কলার ইত্যাদিতে পরিবর্তন আসে। যেমন এবার ইমোশন শোরুমে রয়েছে কদম ফুলের ডিজাইন করা টি-শার্ট। তবে বৈশাখের সংগ্রহও আছে আলাদাভাবে। উজ্জ্বল রংগুলোর ব্যবহার চোখে পড়ছে। এখানে টি-শার্টের দাম ২০০ থেকে ৫০০ টাকার মধ্যে।
শার্ট ও পাঞ্জাবি
প্রায় সব দোকানে সুতির আরামদায়ক শার্ট রাখা হয়েছে। সামনের
বৈশাখের জন্য লাল-সাদা পাঞ্জাবি জায়গা করে নিয়েছে বিভিন্ন শোরুমে। দেশীয়
এবং লাল সাদা নীল হলুদ শোরুম থেকে জানা যায়, পাতলা কাপড়ের ওপর হালকা
ডিজাইনের পাঞ্জাবিগুলোর দাম তারা রেখেছে ৮০০ থেকে ১০০০ টাকার মধ্যে। তবে
বিভিন্ন শোরুমের পাঞ্জাবির দাম নানা রকম।
প্যান্টপ্যান্টের জন্য বিখ্যাত রেক্স, ইজি এবং সোলোতে দেখা গেল গ্যাবার্ডিন কাপড়ের একরঙা প্যান্ট, যা ৮০০ থেকে ২০০০ টাকার মধ্যে পাওয়া যাবে। এ ছাড়া সারা বছর পরার মতো জিনসের প্যান্ট তো আছেই। এ প্যান্টের দাম ৮০০ থেকে ৩৫০০ টাকার মধ্যে।
শাড়ি এবং অন্যান্যকমবেশি সব শোরুমে হালকা নকশার সুতির শাড়ি পাওয়া যাচ্ছে। যেগুলোর দাম ৮০০ থেকে ৫০০০ টাকা পর্যন্ত। তা ছাড়া আছে শিশুদের সুতি কাপড়ের ফ্রক। কামিজের সঙ্গে মিলিয়ে দেশালে আনা হয়েছে কাপড়ের গয়না, যার দাম ১৪৩ থেকে ৩০০ টাকা পর্যন্ত। পাশাপাশি আছে খাদি কাপড়ের ওড়না ও থলে ব্যাগ।