Media news - তারকাদের তারকা দীপিকা

তারকাদের তারকা দীপিকা
সারা পৃথিবীতে বলিউড তারকাদের অগণিত ভক্ত। কিন্তু যদি প্রশ্ন করা হয় এই তারকাদের তারকা কে, তাহলে? নিশ্চয়ই ভাবছেন, এটা আবার কী ধরনের প্রশ্ন! কিন্তু টাইম সেলেবেক্স জানাচ্ছে এই তারকাদের তারকা হচ্ছেন দীপিকা পাড়ুকোন। তারকাদের উপর জরিপ করেই তারা এই সিদ্ধান্ত দিয়েছেন। তবে তাদের এই জরিপ কেবল গত বছরের জন্য। টাইম সেলেবক্স দাবি করেছে সম্পূর্ণ বৈজ্ঞানিক পদ্ধতিতেই তারা এই সমীক্ষা করেছে। আড়াই শয়ের বেশি টিভি চ্যানেল এবং ষাটোর্ধ্ব প্রকাশনীর ডাটা সংগ্রহ করে তারা তারকাদের টপ চার্ট উপস্থাপন করেছে। কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে তারা চূড়ান্ত টপ চার্ট দিয়েছে। ক্যাটাগরিগুলো হচ্ছে সোশ্যাল মিডিয়া, বক্স অফিস, শুভেচ্ছা দূত এবং অনলাইন সার্চ। আর এই সবগুলো ক্যাটাগরি মিলিয়ে চার্টে এক নম্বরে চলে এসেছেন দীপিকা। জরিপে দেখা গেছে, সোশ্যাল মিডিয়াতে সবচেয়ে জনপ্রিয় হচ্ছেন তিনি। এ প্রসঙ্গে দীপিকা বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে ভক্তদের ভালোবাসা আমি বেশ বুঝতে পারি। কিন্তু তারা যে আমাকে এতটা ভালোবাসে তা কখনো ভাবিনি! যদিও আমি এ ধরনের ক্যাটাগরিতে বিশ্বাসী নই, কিন্তু তারপরেও বেশ ভালোই লাগছে!’
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts