কালবৈশাখীর
ঝড়ে বগুড়ায় ও রাজশাহীতে চারজন করে, পাবনা ও নওগাঁয় একজন করে মৃত্যু হয়েছে।
শনিবার সন্ধ্যার পর এ ঘটনা ঘটে। ব্যুরো অফিস, জেলা প্রতিনিধি ও
সংবাদদাতাদের খবর।
বগুড়া
প্রতিনিধি জানান, কালবৈশাখী ঝড়ে বগুড়ায় দেয়াল চাপা পড়ে আজিরন বিবি (৩৮)
নামের এক নারী ও শিশু নিলা (ছয় মাস) নিহত হয়েছে। এছাড়া গাছের ডাল ভেঙে পড়ে
শাজাহানপুর উপজেলার আমরুল ইউনিয়নের ক্ষুদ্র ফুলকোট গ্রামের লুৎফর রহমানের
আব্দুল মান্নান পান্না (২৮) এবং শাজাহানপুরের খোট্রাপাড়ার রাবেয়া (৬৫)
নামের এক বৃদ্ধা নিহত হয়েছে। এছাড়া কমপক্ষে অর্ধশতাধিক আহত হয়েছে। অন্যদিকে ঝড়ে গাছপালা ভেঙে পড়ায় ঢাকা-বগুড়া মহাসড়ক ৩ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে।
রাজশাহী অফিস জানায়, জেলার বাঘা উপজেলায় দুজন, পবা উপজেলায় একজন ও গোদাগাড়ি উপজেলাতে একজন নিহত হয়েছেন।
এরা হলেন- জাহানারা বেগম (৬০), ইমাজুদ্দিন (৪৭), হাকিম (৩২) ও মনোয়ারা বেওয়া (৬৫)।
বাঘার ওসি আমিনুর রহমান বলেন, ঝড়ে মাটির ঘরের দেয়ালচাপা পড়ে জাহানারা বেগম এবং পদ্মার পাড়ে মাটিচাপা পড়ে ইমাজুদ্দিন মারা গেছেন।
গোদাগাড়ি থানার ওসি এস এম আবু ফরহাদ বলেন, ঘরের টিনের চাল চাপা পড়ে মনোয়ারা বেগম মারা যান বলে জানিয়েছেন ।
পবা
উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সারুল ইসলাম জানান, ঝড়ের সময় বজ্রপাতে
বড়গাছি ইউনিয়নের সুবিপাড়া গ্রামের আবুল হোসেনের ছেলে হাকিম মারা যান।
নওগাঁ প্রতিনিধি জানান, মান্দা উপজেলায় মাটির ঘরের দেয়ালচাপা পড়ে এক নারী নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে অর্ধশতাধিক।
পাবনা প্রতিনিধি জানান, জেলা শহরের চাঁদমারী এলাকায় এক চায়ের দোকানি গাছচাপা পড়ে মারা যান। সদর থানার এসআই তরিকুল ইসলাম বলেন, জামুদ্দিন বখশ নামে ওই ব্যক্তি নিজের দোকানে ছিলেন। ঝড়ে গাছচাপা পড়ে তিনি নিহত হন।