কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলা সম্পর্কে আগাম তথ্য পেয়েছিল দেশটির
গোয়েন্দা বিভাগ। কিন্তু তারপরও শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা জোরদার
না করায় দেশটির সাধারণ জনগণের মধ্যে ক্ষোভ বিরাজ করেছে। বৃহস্পতিবার
কেনিয়ার উত্তর-পূর্বাঞ্চলীয় গারিসা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হামলা চালায়
জঙ্গি গোষ্ঠী আল শাবাব। ওই হামলায় ১৪৮ জন নিহত হওয়ার ঘটনায় শোকে মুহ্যমান
হয়ে পড়েছে দেশবাসী।
কেনিয়ার সংবাদপত্রগুলো বলছে, দেশের যেকোন একটি
স্কুল বা বিশ্ববিদ্যালয়ে জঙ্গিরা হামলা চালাতে পারে, সে বিষয়ে আগাম তথ্য
পেয়েছিল গোয়েন্দারা। তারপরও তারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নিরাপত্তা কেন
জোরদার করেনি এ নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। হামলার সময় গারিসা
বিশ্ববিদ্যালয়ে মাত্র দু’জন রক্ষী দায়িত্ব পালন করছিল বলে জানা গেছে।
এ সম্পর্কে কেনিয়ার ‘ডেইলি নেশন’ পত্রিকা জানিয়েছে, হামলার ব্যাপারে আগে
থেকেই জানতেন গোয়েন্দা কর্মকর্তারা। তারা এ বিষয়ে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে
সতর্ক এবং নিরাপত্তা জোরদারের পরামর্শ দিয়েছিলেন। এর আগে গত ২৫ মার্চ হামলা
হতে পারে বলে নাইরোবি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের সতর্ক করে দেয় কর্তৃপক্ষ।
কিন্তু গারিসা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের এ জাতীয় কোনো আগাম সঙ্কেত
দেয়া হয়নি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন গারিসা এলাকার বাসিন্দারা। হামলা
থেকে বেঁচে যাওয়া একজন জানিয়েছেন, গতবছর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা
কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা বাড়ানোর দাবি জানিয়েছিল। তাদের দাবির
পরিপ্রেক্ষিতে মাত্র দু’জন রক্ষী নিয়োগ দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আর নিরাপত্তাহীনতার এ বিষয়টি ভালোভাবেই জানতেন হামলাকারীরা।