Lifestyle news - গ​রমে হিমেল আমেজ

বাজারে আছে অনেক এসি
গরমটা বেশ ভালোই পড়েছে। সামনে গ্রীষ্মের জন্য অনেকেই শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র (এসি) কেনার কথা ভাবছেন। বাজার ঘুরে পাওয়া গেল নানা রকম এসির খোঁজ।

ট্রান্সকম ডিজিটালট্রান্সকম ডিজিটালে বিভিন্ন ব্র্যান্ডের এসি পাওয়া যাচ্ছে। এর মধ্যে ওয়ার্লপুল ব্র্যান্ডের ১ টন এসির দাম ৫৮,৯০০ টাকা, ১.৫ টন দাম ৭৪ হাজার ৯০০ টাকা এবং ২ টনের দাম ৮৮ হাজার ৯০০ টাকা। ট্রান্সটেক ব্র্যান্ডের ১ টনের এসির দাম ৪৮ হাজার ৯০০ টাকা। ১.৫ ও ২ টন এসির দাম যথাক্রমে ৬৩ হাজার ৪০০ ও ৭৪ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। ইলেকট্রনিক পণ্যের জন্য বিখ্যাত এই প্রতিষ্ঠানটিতে ১ টনের হিটাচি এসির দাম ৭৬ হাজার ৪৯০ টাকা। হিটাচি ১.৫ টন ১ লাখ ২০০ ও ২ টন ১ লাখ ১৩ হাজার ৯০০ টাকা। এ ছাড়া প্রতিষ্ঠানটিতে স্যামসাং ১ টনের এসির দাম ৬১ হাজার ৯০০, ১.৫ টন ৮১ হাজার ৯০০ এবং ২ টন ৯২ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে। ট্রান্সকম ডিজিটালে প্যানাসনিক এসির আগাম অর্ডার নেওয়া হচ্ছে।


এলজি
এলজি বাটারফ্লাই পণ্য ব্যবস্থাপক এ এস এম মুনতাসির চৌধুরী জানান, গরম এলেই এসি বিক্রি বেড়ে যায়। এলজি এই গরমে এসিতে বিভিন্ন অফার ঘোষণা করেছে। প্রতিটি এসি ক্রয়ে মূল্য ছাড় রয়েছে। এলজি ২ টনের পাওয়ারকুলের দাম ৭৯,৯০০ টাকা। মুনসুন কমফোর্টের দাম ৮২,২২৫ টাকা। ইনভার্টার ১ লাখ ৯৪ হাজার ৩৫০ টাকা। ১.৫ টনের এলজি এসির মধ্যে পাওয়ারকুলের দাম ৬৭,৮৫০ টাকা, মুনসুন কমফোর্ট ৭৬ হাজার ৪৭৫ টাকা, ইনভার্টার ১ লাখ ৭৮ হাজার ২৫০ টাকা, মসকিউটো অ্যাওয়ে ৭৪,১৭৫ টাকা, প্লাজমাস্টার ৯০,৮৫০ টাকা। ১ টনের এলজি এসির মধ্যে পাওয়ার কুলের দাম ৫২,০০০ টাকা, মুনসুন কমফোর্ট ৫৯ হাজার ২২৫ টাকা, ইনভার্টার ১ লাখ ৫ হাজার ৮০০ টাকা, মসকিউটো অ্যাওয়ে ৫৭,৫০০ টাকা, প্লাজমা স্টার ৬৯,০০০ টাকা।

ওয়ালটন
গরমের সময় এসির চাহিদা অন্য সময়ের চেয়ে বেশি থাকে, সঙ্গে বাড়ে বিক্রি। ওয়ালটনের সহকারী ব্যবস্থাপক মো. শহিদুল্লাহ জানান, ওয়ালটনে চারটি আলাদা এসি পাওয়া যাচ্ছে। এর মধ্যে .৭৫ টনের এসির দাম ৩২ হাজার টাকা, ১ টনের দাম ৩৬ হাজার টাকা, ১.৫ টনের এসির দাম ৪৫,৪০০ টাকা, ২ টনের এসির দাম ৫৫,৭০০ টাকা।

সিঙ্গার
সিঙ্গারের তিন রকম এসি পাওয়া যাচ্ছে বাজারে। এর মধ্যে ১ টনের এসির দাম ৪৬ হাজার টাকা, ১.৫ টনের এসি ৬০,৫০০ টাকা, ২ টনের এসির ৭৯ হাজার টাকায় পাওয়া যাচ্ছে।

এসি কেনার আগে
গরম এলে এসির বাজার চাঙা হয়ে ওঠে অনেকটাই। তীব্র দাবদাহ থেকে মুক্তি পেতে অনেকেই স্বস্তি খোঁজেন এসিতে। শুধু কিনে আনলেই তো হবে না, কেনার আগে খেয়াল রাখবেন, এসি অনেক ধরনের হয়। আপনার বাড়ির ধরন বুঝে তার পরই এসি কেনার চেষ্টা করবেন। আগে থেকে ধারণা রাখতে হবে দরদামের ওপরও।
বাড়িতে জানালা থাকলে বসাতে পারেন উইন্ডো এসি। ভেতরের গরম হাওয়া বাইরে বের করে দেবে। বাইরের ঠান্ডা হাওয়া ঘরের ভেতরে আসতে সাহায্য করবে এই নির্দিষ্ট এসি। যদি একটা মাত্র ঘরের জন্য এসি চান, তাহলে উইন্ডো এয়ারকন্ডিশনার সঠিক অপশন। টাকাপয়সার সাশ্রয় হবে জানালেন এসি বিক্রেতারা।
বহনযোগ্য এসি কেনার সময় অ্যাডজাস্টেবল হোসটি অবশ্যই দেখে নেবেন। সিঙ্গেল হোসের চেয়ে ডুয়েল হোসের এসি ঘর ঠান্ডা রাখতে বেশি কাজ দেবে। তবে ঘরের আয়তন তুলনামূলকভাবে অনেকটাই বড় হলে বড় এসি ব্যবহার করতে পারেন।
চিরাচরিত এয়ারকন্ডিশনার যদি পছন্দ না হয়, অনেক স্মার্ট অপশনও এখন আছে। যেমন ধরুন আপনার স্মার্টফোন থেকেই নিয়ন্ত্রণ করা যাবে এয়ারকন্ডিশনারের মাত্রা। শুধু ওয়াই-ফাই সংযোগ থাকতে হবে। আপনার মোবাইল ফোনে ইনস্টল করে দেওয়া হবে একটি অ্যাপও। সেই অ্যাপ চালু থাকলে আপনার এসি আপনা থেকেই বুঝে যাবে, কখন আপনি ঘরে আছেন, কখন নেই। সেভাবেই হবে ঘর ঠান্ডা রাখার ব্যবস্থা।
দরদাম জানা থাকলে আপনার এসি কেনার সময় সুবিধা হবে। কারণ, তাতে বাজেটের থেকে বেশি খরচা হওয়ার সম্ভাবনা কম থাকে। এসি কেনার আগে নিজের ঘরের আয়তন সম্পর্কে ভালো করে ধারণা করে নিন। নিজের ঘরের আয়তন অনুযায়ী এসি যদি কেনেন, তাহলে ঘর অনেক ভালোভাবে ঠান্ডা হবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts