শীর্ষ
সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট করপোরেশন ৪০ বছর পূর্ণ করল।
গতকাল ছিল মাইক্রোসফটের চার দশক পূর্তি। ১৯৭৫ সালের ৪ এপ্রিল বিল গেটস ও পল
অ্যালেন প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। সে সময়ে অ্যালেনের বয়স ছিল ২২ এবং
গেটসের বয়স ১৯ বছর।‘মাইক্রো-সফট’ নামটি তাঁরা নেন
মাইক্রোপ্রসেসর এবং সফটওয়্যার থেকে। বর্তমানে মাইক্রোসফটের প্রতিবছর আয়
করছে আট হাজার কোটি ডলারেরও বেশি! পার্সোনাল কম্পিউটারের সফটওয়্যার বাজারে
প্রায় ৯০ শতাংশই মাইক্রোসফটের দখলে। মাইক্রোসফটের শীর্ষে ওঠার এমন
সাফল্যে একাধিকবার বিশ্বের সবচেয়ে বেশি ধনীর নামের তালিকায় জায়গা করে
নিয়েছেন বিল গেটস।গতকাল বিশেষ দিনটিকে স্মরণীয় করে
রাখতে বিল গেটস মাইক্রোসফটের কর্মীদের একটি ই-মেইল করেছেন। তাতে তিনি
উল্লেখ করেন, আমি ও পল অ্যালেনের প্রতিষ্ঠিত মাইক্রোসফট কম্পিউটার জগতে
দারুণ এক পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। বলতে গেলে মাইক্রোসফট বাজারে এক
বিপ্লব ঘটিয়েছে।’তিনি আরও উল্লেখ করেন, ‘আমি বিশ্বাস করি
আরও ১০ বছর প্রযুক্তি নানা পরিবর্তন আনবে। সে অগ্রযাত্রায় মাইক্রোসফটও
এগিয়ে থাকবে। সত্য নাদালের নেতৃত্বে মাইক্রোসফট তথ্যপ্রযুক্তি বাজারে
শীর্ষে থাকবে বলে আমার বিশ্বাস।’
পরিশেষে মাইক্রোসফটের সব কর্মীকে ধন্যবাদ জানিয়ে বিল গেটস লেখেন, ৪০
বছরের এ যাত্রা আশা করছি সবার সহযোগিতায় দারুণ হবে। এ ছাড়া আগামী কয়েক
দশকও ও সাফল্যের সঙ্গে এগিয়ে যাবে মাইক্রোসফট।
উইন্ডোজ, অফিস, সার্ভার, স্কাইপ, ভিজ্যুয়াল স্টুডি, স্মার্টফোনসহ দারুণ সব পণ্য বাজারে এনে চমক সৃষ্টি করা মাইক্রোসফট পার্সোনাল পিসি দুনিয়ায় এক নতুন পদ্ধতি এনেছেন, যা জনপ্রিয় হয়েছে সারা বিশ্বে। এখনো সারা বিশ্বের পার্সোনাল পিসির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম উইন্ডোজ।
উইন্ডোজ, অফিস, সার্ভার, স্কাইপ, ভিজ্যুয়াল স্টুডি, স্মার্টফোনসহ দারুণ সব পণ্য বাজারে এনে চমক সৃষ্টি করা মাইক্রোসফট পার্সোনাল পিসি দুনিয়ায় এক নতুন পদ্ধতি এনেছেন, যা জনপ্রিয় হয়েছে সারা বিশ্বে। এখনো সারা বিশ্বের পার্সোনাল পিসির ক্ষেত্রে সবচেয়ে জনপ্রিয় নাম উইন্ডোজ।