Media news - অতঃপর তাহাই সত্য হইলো !

অতঃপর তাহাই সত্য হইলো !
মাস কয়েক আগে চলচ্চিত্র ছেড়ে দেবেন বলে প্রচার পাবার এক কৌশল অথবা আবেগে ফেসবুকে লিখে বসেছিলেন। তখন আমরা লিখেছিলাম এটা শুধুই প্রচারের জন্য সস্তা স্টান্ট। মাহী মূলত আমেরিকায় ‘অগ্নি টু’-এর শুটিং ও সেখান থেকে ভারত যাবেন সেখানকার কাস্টিং মিটিং-এর জন্য। বিনোদন সাংবাদিকদের কথা যে বাসি হলেও ফলে তার প্রমাণ আবারও মিললো। বলিউডের ভিলেন আশীষ বিদ্যার্থী ও অমিত হাসানের সাথে ব্যাংককের শুটিং ফ্লোরেই সেলফি তুলে আপলোড দিয়েছেন মাহী।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts