Lifestyle news - গরমের দিনগুলোতে...

শরীরে পানির চাহিদা যেন ঠিক থাকে। মডেল: কারার মাহমুদ, ছবি: নকশা
পঞ্জিকায় বসন্ত বর্তমান। তবে রোদের ঝাঁজালো তেজ তো বলছে অন্য কথা। বসন্তের মৃদুমন্দ বাতাস আর স্নিগ্ধ আবহাওয়ার আশা ছেড়ে দিতে পারেন। বরং প্রস্তুত থাকুন চড়া রোদ আর গরমের জন্য। এ থেকে বাঁচতে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েই বাইরে আসুন। তাহলে এই গরমেও সতেজ থাকবেন সারা দিন।
তেমনটাই জানাচ্ছেন রূপবিশেষজ্ঞ ও ডিজাইনাররা।
রোদে বেরোলে সানগ্লাস, সানস্ক্রিন লোশন ইত্যাদি ব্যবহার করুনগরমের দিনগুলোতে কোন ধরনের পোশাক বেছে নেবেন ছেলেরা, জানতে চাইলে ফ্যাশন ডিজাইনার বিপ্লব সাহা বলেন, ছেলেদের গরমের পোশাক নির্ভর করে দিনের কোন অংশে বাইরে যাচ্ছে তার ওপর। এ ছাড়া কোথায় যাচ্ছে সেটাও মাথায় রাখতে হয়। তরুণেরা এই সময়ে টি-শার্ট পরতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। কলারযুক্ত ও কলার ছাড়া দুই ধরনের টি-শার্টই এ সময়ে পরা যাবে। তবে রংটা বেশি চড়া না হওয়াই ভালো। ভারী কোনো প্রিন্টের টি-শার্ট পরলে শরীর ঘেমে যাবে, তাই সাধারণ নকশার টি-শার্টই ভালো। উঁচু গলার পোশাক না পরাই ভালো। শার্ট পরলে সেটা সুতি ও হাফ হাতা পরা উচিত। সঙ্গে প্যান্ট হিসেবে জিনস ছাড়াও গ্যাবার্ডিন পরা যেতে পারে।

বাইরে যাওয়ার আগেএই সময়ে বাইরে বেরুনোর আগে কিছু জিনিস সঙ্গে নিয়ে যেতে পারেন। এতে নিজের স্টাইল নিয়েও ভাবনাহীন থাকতে পারবেন। ডিজাইনার শাহরুখ আমিন বলেন, স্টাইল ঠিক রাখতে পোশাক নির্বাচন থেকে শুরু করে ত্বক, সবকিছুতেই মনোযোগ দিন। রোদে যাওয়ার আগে একটা রোদচশমা পরে নিন। বডি স্প্রে (সুগন্ধি) লাগিয়ে নিলে ঘামের গন্ধ নিয়ে চিন্তা থাকবে না। একটা ছোট তোয়ালে বা রুমাল সঙ্গে রাখুন। পানির বোতল থাকতে পারে সঙ্গে। টি-শার্ট তো গরমেই উপযুক্ত পোশাক। পায়ে থাকতে পারে মোকাসিন বা স্নিকার। কেউ আরাম পেলে দুই ফিতার স্যান্ডেলও পরতে পারে।

ত্বক ও চুলগরমে ছেলেরা খাটো চুলের স্টাইলেই আরাম পাবেন, জানালেন ছেলেদের সৌন্দর্যবিশেষজ্ঞ মাহবুব শাদীন। চুল বড় থাকলে মাথায় ঘাম জমে ত্বক ময়লা হয়ে পড়ে। মাহবুব শাদীন বলেন, মুখের গড়ন দেখে নানা ধরনের খাটো চুলের স্টাইল করতে পারে। চুলটা স্পাইক কাটের হলেই ভালো। এ ছাড়া বাইরে যাওয়ার আগে সানব্লক ক্রিম লাগিয়ে নিলে ত্বকে কালচে দাগ পড়বে না। মাথায় নিয়মিত শ্যাম্পু করা উচিত গরমে। এ ছাড়া শেভের পর আফটার শেভ লোশন ব্যবহার করা দরকার। 
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts