ফেসবুক
অ্যান্ড্রয়েড অ্যাপের সঙ্গে হোয়াটসঅ্যাপ যুক্ত করছে ফেসবুক। প্রায় এক
বছর আগে মোবাইল মেসেজিং সেবা হোয়াটসঅ্যাপ কিনেছিল ফেসবুক। সম্প্রতি
‘ফেসবুক ফর অ্যান্ড্রয়েড’ নামের অ্যাপ্লিকেশনের সঙ্গে ‘সেন্ড’ নামে নতুন
ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক কর্তৃপক্ষ।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর এবার তা থেকে বড় ধরনের কোনো ফিচার ফেসবুকে যুক্ত করা হচ্ছে। সেন্ড বাটনটির সঙ্গে হোয়াটসঅ্যাপ আইকনটির সাদৃশ্য রয়েছে। মেসেজিংয়ের বাজার নিয়ন্ত্রণে রাখতে দুটি বড় ধরনের প্ল্যাটফর্মকে একত্রিত করতে প্রথমবারের মতো বড় ধরনের প্রয়াস দেখাল ফেসবুক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ড বাটনটির ফেসবুক মেসেঞ্জারের ডান দিকে থাকবে। ফেসবুকের প্রকৌশলী দল ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মধ্যে বার্তা বিনিময় করার সুবিধা তৈরিতে কাজ শুরু করে দিয়েছে। গত বছরে দুই হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ করে হোয়াটসঅ্যাপকে কিনেছিল ফেসবুক যার বর্তমানে ব্যবহারকারী সংখ্যা ৭০ কোটির বেশি। এদিকে ফেসবুক মেসেঞ্জার সেবা ব্যবহারকারী সংখ্যাও ৬০ কোটি পার হয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, হোয়াটসঅ্যাপ কিনে নেওয়ার পর এবার তা থেকে বড় ধরনের কোনো ফিচার ফেসবুকে যুক্ত করা হচ্ছে। সেন্ড বাটনটির সঙ্গে হোয়াটসঅ্যাপ আইকনটির সাদৃশ্য রয়েছে। মেসেজিংয়ের বাজার নিয়ন্ত্রণে রাখতে দুটি বড় ধরনের প্ল্যাটফর্মকে একত্রিত করতে প্রথমবারের মতো বড় ধরনের প্রয়াস দেখাল ফেসবুক।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সেন্ড বাটনটির ফেসবুক মেসেঞ্জারের ডান দিকে থাকবে। ফেসবুকের প্রকৌশলী দল ইতিমধ্যে ফেসবুক মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপের মধ্যে বার্তা বিনিময় করার সুবিধা তৈরিতে কাজ শুরু করে দিয়েছে। গত বছরে দুই হাজার কোটি মার্কিন ডলারেরও বেশি খরচ করে হোয়াটসঅ্যাপকে কিনেছিল ফেসবুক যার বর্তমানে ব্যবহারকারী সংখ্যা ৭০ কোটির বেশি। এদিকে ফেসবুক মেসেঞ্জার সেবা ব্যবহারকারী সংখ্যাও ৬০ কোটি পার হয়েছে।