নিউইয়র্কে গত শনিবার নিয়মিত প্রেস ব্রিফিংয়ে জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিচ এক প্রশ্নের জবাবে এসব কথা জানান। মুখপাত্র বলেন, আসন্ন ২৮ এপ্রিল ঢাকা ও চট্টগ্রামে তিন সিটি করপোরেশন নির্বাচনে বিরোধীদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবে দেখছেন জাতিসংঘের মহাসচিব। তিনি এই নির্বাচনকে স্বচ্ছ, সমন্বিত ও বিশ্বাসযোগ্য করতে সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানান।
জাতিসংঘের মহাসচিব আশা প্রকাশ করেন, বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়ন ও স্থিতিশীলতা নিশ্চিত করার স্বার্থে দেশটির রাজনৈতিক দলগুলো শিগগিরই নিজেদের মতানৈক্য দূর করার পথ খুঁজে বের করতে পারবে। এ বিষয়ে জাতিসংঘ বাংলাদেশকে সহযোগিতা করতে অঙ্গীকারবদ্ধ রয়েছে।