অনুষ্ঠানটি সম্পর্কে রুনা লায়লা বলেন, ‘আয়োজকেরা অনুষ্ঠানটি নিয়ে একটা বড় ধরনের পরিকল্পনা করেছেন। পুরো ব্যাপারটি আমি এখনো শুনিনি। তবে আমার মনে হয় তাঁরা বড় ধরনের চমক রেখেছেন সবার জন্য।’
সেলিব্রেশন অব মিউজিক আয়োজন করেছে এনটাউরেজ এন্টারটেইনমেন্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে আরটিভি। আয়োজক প্রতিষ্ঠানের পরিচালক ফারিয়া মোস্তফা জানান, অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা সাতটায়। ফাওয়াদ খানের পরিবেশনার পরপরই মঞ্চে আসবেন রুনা লায়লা। তিনি উপস্থিত দর্শকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় এবং সংগীত পরিবেশন করবেন। এর পরই মঞ্চে উঠবেন কেকে। দর্শনীর বিনিময়ে যে কেউ অনুষ্ঠানটি সরাসরি উপভোগ করতে পারবেন।