কাগজ
অনলাইন ডেস্ক: আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে মাঠে নামতে দেখা গেছে
ভারতীয় দলের অন্যতম নক্ষত্র যুবরাজ সিং-কে। তখন থেকেই তার এবং সেই দলের
মালিক, অভিনেত্রী তথা প্রযোজক প্রীতি জিনতা সম্পর্ক নিয়ে বহু গুঞ্জন শোনা
গেছে। এখনও তা থেমে নেই।
প্রীতি এবারও মুখ খুলেছেন সে ব্যাপারে। তিনি বলেছেন, তার এবং যুবরাজের
মধ্যে কোনও সম্পর্ক নেই একথা বারবার বলা সত্ত্বেও টুইটারে আবারও এই
সংক্রান্ত আলোচনা দেখে তিনি বিস্মিত ও বিরক্ত। এদিন সংবাদ মাধ্যমের ওপরেও
তোপ দেখিয়েছেন অভিনেত্রী।
তিনি বলেছেন, আর কতবার বললে বিশ্বাস হবে যে যুবরাজের সঙ্গে কোনওদিন ‘ডেট’-এ যাইনি তাছাড়া এরকম ইচ্ছেও আমার নেই