Entertainment news - প্রতারণায় ধরা পড়ে নায়িকা মাহিয়া মাহি যা বললেন!

a-20 

কাগজ অনলাইন ডেস্ক: সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে বাংলা চলচ্চিত্রের বর্তমানের ব্যস্ত অভিনেত্রী মাহিয়া মাহি বলেছিলেন তিনি চলচ্চিত্র থেকে বিদায় নিচ্ছেন। অনেকেই ধরে নিয়েছিলেন মাহি চলচ্চিত্র ছেড়ে চলে যাচ্ছেন। আবার অনেকে বলেছেন এটা মাহির একটা ফাঁকা আওয়াজ মাত্র। শেষ পর্যন্ত ফাঁকা আওয়াজই সত্য হলো।
মাহি অভিনয় ছাড়ছেন না। তিনি আবারো অভিনয়ে ব্যস্ত হয়ে পরছেন। তিনি তার ফেসবুক অ্যাকাউন্টে নতুন এক স্ট্যাটাসে এ কথা জানান। শুধু তাই নয় তিনি সাংবাদিকদের কাছে ক্ষমাও চেয়েছেন।
তিনি তার স্ট্যাটাসে লিখেন, আমি অবশ্যই মুভি করবো। কিছুদিন খুব হতাশায় ছিলাম, খুব কষ্ট আর অভিমান থেকেই স্ট্যাটাস দিয়েছিলাম যে আমি আর অভিনয় করবো না। মুভি আমার স্বপ্ন আমার বাস্তব। কোথায় যাবো একে ছেড়ে। সম্ভব না। সব সাংবাদিক ভাইদের কাছে ক্ষমা চাচ্ছি। মনটা খুব খারাপ ছিলো তাই কারো সঙ্গে যোগাযোগ করিনি। আমি এখন ভারতে আছি। অগ্নি-২ এর জন্য প্রস্তুতি নিচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরবো সবাই আমার জন্য দোয়া করবেন।’ মাহির বিদায় এবং প্রতারণার নিষয়টি ভিডিওতে দেখুন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts