Entertainment news - ধর্মকর্মে মনোযোগী মনীষা

Monisha

কাগজ অনলাইন ডেস্ক: গেরুয়া বসন, গলায় মালা, কপালে লাল তিলক সাধিকার বেশে সম্প্রতি হরিদ্বারের এক আশ্রমে পূজাঅর্চনা করতে দেখা গেছে বলিউড অভিনেত্রী মনীষা কৈরালাকে। দীর্ঘদিন সিনেমার পর্দায় অনুপস্থিত থাকা মনীষাকে হঠাৎ এই রূপে দেখে নায়িকা সাধিকা হয়ে গেলেন নাকি, সে প্রশ্ন উঠেছিল বলিউডে।
তবে জানা গেছে, মনীষা সাধিকা হয়ে যাননি। আসলে ক্যানসার রোগ থেকে অব্যাহতি পেয়ে ধর্মকর্ম করতেই নাকি তার এই হরিদ্বার-যাত্রা। মাকে সঙ্গে নিয়ে মনীষা হরিদ্বারের হর কি পৌরিতে পিল্টোবাবার আশ্রমে যান। সেলুলয়েডের প্রচারের থেকে অনেক দূরে মনীষা এখন ধর্ম ও আধ্যাত্মিকতার মধ্যেই শান্তি খোঁজার চেষ্টায় রয়েছেন।
Monisha-2

প্রসঙ্গে মনীষা বলেন, পার্থিব সুখকে পরিত্যাগ করাটা অত সহজ নয়। তবে, সঠিক সময়ে তা করতে হয়। যদিও একইসঙ্গে জানিয়েছেন, সিনেমা হল তার জীবন। তাই এখনই বলিউডকে চিরতরে বিদায় জানানোর কোনো পরিকল্পনা নেই তার।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts