অবশেষে শেষ হচ্ছে বর্তমান মিডিয়া কাঁপানো অভিনেত্রী
পরীমনির প্রতীক্ষার পালা। সব আলোচনা-সমালোচনার বেরাজাল ভেঙে আগামী ২৭ই
ফেব্রুয়ারি সারা দেশে একসাথে শতাধিক সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে নবাগতা
এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ভালোবাসা সীমাহীন’।
সম্প্রতি অনলাইনে প্রকাশ পেয়েছে নোমান কথাচিত্র প্রযোজিত শাহ আলম মন্ডল
পরিচালিত, জায়েদ খান, পরীমনি, আনিসুর রহমান মিলন অভিনীত বহুল আলোচিত সিনেমা
‘ভালোবাসা সীমাহীন’। আর তিনি প্রথম সিনেমাতেই বৃষ্টি ভেজা পিনস্তনে
কাঁপিয়ে দিয়েছেন ইউটিউব।
সিনেমাটির সকল পরীক্ষা শেষ করে এখন ফলাফলের পালা। আর এ ফলাফলের ভার পড়েছে দর্শকদের উপর।
১৩ জানুয়ারি, মঙ্গলবার ছাড়পত্র পায় ‘ভালোবাসা সীমাহীন’ এ সিনেমাটি।