Entertainment news - দুই বছর পর বিজ্ঞাপনে অপি

001 
শাহরিয়ার শাকিলের পরিচালনায় নতুন দুই বিজ্ঞাপনের মডেল হলেন অভিনেত্রী অপি করিম। এসকিউ গ্রুপের দুটি বিজ্ঞাপনে তাকে দেখা যাবে। সম্প্রতি মুম্বাইতে বিজ্ঞাপন দুটির চিত্রায়ণ হয়েছে। এসকিউ লাইটের বিজ্ঞাপনে অপি করিম একাই অভিনয় করেছেন। আর এসকিউ কেবলের বিজ্ঞাপনে তার বিপরীতে অভিনয় করেছেন মুম্বাইয়ের মডেল ভিশাল পাটনি।
বিজ্ঞাপনে কাজ প্রসঙ্গে অপি বলেন, গত কোরবানির ঈদে শাহরিয়ার শাকিলের পরিচালনায় ‘পিছুটান’ নামের একটি টেলিছবিতে অভিনয় করেছিলাম। এবার তার নির্দেশনায় বিজ্ঞাপনে কাজ করলাম। কাজটি করে আমি আনন্দিত। আশা করছি বিজ্ঞাপনটি দর্শকদের ভালো লাগবে।
নির্মাতা শাহরিয়ার শাকিল বলেন, এর আগে ট্রাভেল শো, টেলিছবি নির্মাণ করলেও এবারই প্রথম বিজ্ঞাপন নির্মাণ করলাম। এ বিজ্ঞাপনটিতে অপিকে নতুনভাবে দেখা যাবে। এখন বিজ্ঞাপনটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে। খুব শিগগিরি সব টিভি চ্যানেলে এর প্রচার শুরু হবে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts