পঞ্চাশ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিনে ছাড়া পেলেন
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ঢাকা সফরসঙ্গীশিবাজি পাঁজা।
বাংলাদেশ থেকে ফেরার পথে শনিবার রাতে ব্যবসায়ী শিবাজি পাঁজাকে গ্রেফতার
করে ভারতের অভিবাসন দফতর। রবিবার দুপুরে ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে
শিবাজি পাঁজাকে আদালত ৫০ হাজার রুপির ব্যক্তিগত বন্ডে জামিন দেন।
আর্থিক প্রতারণার অভিযোগে শনিবার রাত ১০টা নাগাদ শিবাজি পাঁজাকে কলকাতা
বিমানবন্দরে প্রথমে আটক করে অভিবাসন দফতর। পরে এনএস সিবিআই থানার হাতে তুলে
দেওয়ার পর পাঁজাকে গ্রেফতার দেখানো হয়।
আর্থিক কেলেঙ্কারির অভিযোগের ভিত্তিতে শিবাজির খোঁজে ১৯ ফেব্রুয়ারি
নোটিশ জারি করেছিল দিল্লি পুলিশ। কিন্তু নোটিশ জারির আগেই পশ্চিমবঙ্গের
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরসঙ্গী হয়ে বাংলাদেশ সফরে যান শিবাজি
পাঁজা।
দিল্লি পুলিশকে শিবাজি পাঁজার বাংলাদেশ সফরের কথা জানানো হয়। এরপর পুলিশ
শিবাজিকে আটক করতে ভারতের অভিবাসন দফতরকে নির্দেশ দেয়। সেই মতে, শনিবার
রাতে ঢাকা সফর শেষে ফেরার সময় কলকাতা বিমানবন্দর থেকে তাকে আটক করে অভিবাসন
দফতর।
রবিবার সকালে দিল্লি পুলিশের একটি দল কলকাতায় আসার পর তাকে গ্রেফতার করে
এয়ারপোর্ট থানা থেকে ব্যারাকপুর আদালতের বিশেষ এজলাসে তোলা হয়।