Business and Economics news - আইসিবি ক্যাপিটালে গ্রাহক প্রতারণা !

ICB 
পুঁজি বাজারভিত্তিক প্রতিষ্ঠিান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের কর্তা ব্যক্তিদের বিরুদ্ধে গ্রাহক প্রতারণার অভিযোগ উঠেছে। গ্রাহক নামে ঋণ দেখিয়ে প্রায় সাড়ে ১৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছে প্রতিষ্ঠানটি।
এমন সুনির্দিষ্ট অভিযোগের সত্যতার সন্ধানে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে দুদকের সহকারী পরিচালক মো. আল আমিনকে অনুসন্ধান কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। দুদকের একটি সূত্র তথ্যটি নিশ্চিত করেছে।
নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানায়, অভিযোগ অনুসন্ধানে এরই মধ্যে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের চেয়ারম্যান এমডি ফায়েকুজ্জামান এবং পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মশিউর রহমানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। এর আগে এ সংক্রান্ত নথিপত্র সংগ্রহ করেছেন দুদকের অনুসন্ধান কর্মকর্তা।
দুদক থেকে পাঠানো নোটিশে তাদেরকে ২৫ ফেব্রুয়ারি দুদকে হাজির হতে বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে দুদক সূত্রে জানা যায়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের গ্রাহক মেজর মো. আবদুর রাজ্জাক (অব.) ২০০৯ সালের ৭ অক্টোবর ক্যাপিটাল মার্কেটে তিনি ও তার স্ত্রীর নামে দুটি হিসাব (হিসাব নং ৮৮৫০ ও ৮৮৫১) খোলেন। পরবর্তী সময়ে ৪ লাখ টাকা দিয়ে গ্রামীণ ফোনের শেয়ার ক্রয় করলেও তিনি কোন ধরনের ঋণ গ্রহণ করেননি।অথচ ২০১৪ সালের ১৯ জুন আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডের পক্ষ থেকে চিঠি (পত্র নং আইসিএমএস/ প্র:কা:/ ২০১৪/৬২৫) দিয়ে জানানো হয় তিনি বিনিয়োগ হিসাব-৮৮৫০ এর বিপরীতে ৬ লাখ ৪২ হাজার ৮৫ টাকা মার্জিন ঋণ নিয়েছেন। যে জন্য ঋণ পরিশোধ ও সমন্বয়ের জন্য ওই চিঠিতে তাগিদ দেওয়া হয়
সূত্র আরো জানায়, ওই একই প্রক্রিয়ার তার স্ত্রী জাহানারা পারভীনের নামেও ৯ লাখ টাকা মার্জিন ঋণ দেখানো হয়েছে। অর্থ্যাৎ দুইজনের নামে প্রায় সাড়ে ১৫ লাখ টাকার ঋণ দেখিয়ে প্রতিষ্ঠানটির কর্তা ব্যক্তিরা আত্মসাত করেন বলে দুদকে পাঠানো অভিযোগে উল্লেখ রয়েছে।
পৃথক অভিযোগপত্রে গ্রাহক দাবি করেছেন প্রতিষ্ঠানটি তাদের সঙ্গে প্রতারণা পূর্বক অন্যত্র ঋণ বিতরণ করেছেন। অসৎ উদ্দেশ্যে নিজেদের স্বার্থে তাদের হয়রানি করতে ওই চিঠি ইস্যু করা হয়েছে। তাই প্রকৃত তথ্য উদঘাটনের মাধ্যমে অপরাধীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন আবদুর রাজ্জাক।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts