মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারি ২০১৫
ক্রিকেট জোয়ারে ভাসছে বিশ্ব। পঞ্চমবারের মতো এবারও
বিশ্বকাপে খেলছে বাংলাদেশ। তাই ক্রিকেট জোয়ারে ভাসছে বাংলাদেশের সর্বস্তরের
মানুষ। বুধবার সকাল সাড়ে ৯টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এ
উপলক্ষে দেশের পাঁচ গুণী শিল্পী বাংলাদেশ টিমকে নিয়ে জানিয়েছেন তাদের
আশা-নিরাশার কথা।
বাংলাদেশের কাছে সব সময়ই ভাল কিছু আশা করি : ফেরদৌস ওয়াহিদ
বাংলাদেশের কাছে সব সময়ই ভাল কিছু আশা করি। যেহেতু প্রস্তুতি ম্যাচগুলো
ভাল খেলতে পারেনি বাংলাদেশ, তাই একটু শঙ্কিত আছি। দেখা যাক সামনে কী হয়।
বাংলাদেশ টিম যদি আফগানিস্তানের সঙ্গে জিততে পারে ভীষণ খুশির একটা
ব্যাপার হবে। এবার মানুষের মধ্যে বিশ্বকাপ খেলার তেমন একটা উত্তেজনা চোখে
পড়ছে না। হয়ত দেশরে রাজনৈতিক পরিস্থিতির কারণে।
শুধু বাংলাদেশ টিমকে সাপোর্ট করি : ফাহমিদা নবী
আমার পছন্দের একমাত্র টিম বাংলাদেশ। যেহেতু এখন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে
তাই আগের সব পছন্দ বাদ। এখন শুধু বাংলাদেশ টিমকে সাপোর্ট করি। বাংলাদেশ
টিমের কাছে প্রত্যাশা তারা জিতুক। এ ছাড়া আর কোনো প্রত্যাশা হতেই পারে না।
বাংলাদেশের খেলা দেখে আমি হতাশ হই না। আমি মনে করি, আজকে পারেনি কালকে
ঠিকই জয় ছিনিয়ে আনবে। সব দিনের খেলা তো আর এক রকম হবে না। আশা করছি,
আগামীকাল বাংলাদেশ জিতবে।
অন্ততপক্ষে কোয়াটার ফাইনাল খেলুক : কুমার বিশ্বজিৎ
একজন নাগরিক হিসেবে বাংলাদেশ টিমের কাছে আমার প্রত্যাশা অনেক উপরে।
এরপরও আমাদের দেখতে হবে ক্রিকেট টিমের পূর্ব ইতিহাস ও তাদের কতটুকু
সামর্থ্য আছে।
আমার প্রত্যাশা ওরা কমপক্ষে কোয়াটার ফাইনাল পর্যন্ত খেলুক। দেখা যাক, আফগানিস্তানের সঙ্গে কেমন খেলে বাংলাদেশ।
আফগানিস্তানের চেয়ে বাংলাদেশ টিম অনেক স্ট্রং : আঁখি আলমগীর
বাংলাদেশের বাইরে আমার পছন্দের টিম ইন্ডিয়া। বাংলাদেশ-আফগানিস্তানের
খেলায় বাংলাদেশের কাছে আমার প্রত্যাশা অবশ্যই বিজয়। আমি মনে করি,
আফগানিস্তানের চেয়ে বাংলাদেশর টিম অনেক স্ট্রং।
তাই আমি ভালভাবেই তাদের বিজয় আশা করছি। এর মধ্যে তেমন একটা খেলা দেখা হয়নি। তবে আগামীকাল অবশ্যই বাংলাদেশের খেলা দেখব।
স্বপ্ন দেখি বাংলাদেশ জিতবে : ন্যান্সি
বাংলাদেশ টিমের বাইরে আপাতত আমার কোনো পছন্দের টিম নেই। বাংলাদেশ যদি
বাদ পড়ে তাহলে কোন টিমকে সাপোর্ট করব তা এখনো ঠিক করিনি। বাংলাদেশের
প্রতিটা খেলার আগেই আমরা স্বপ্ন দেখি বাংলাদেশ জিতবে। আমাদের দেশ, আমাদের
ক্রিকেট টিম, সবই আমাদের। এত সহজেই আমি নিরাশ হতে রাজি নই। আমি আশা করি,
বুধবারের খেলায় বাংলাদেশ জিতবে। আমরা সত্যিকার অর্থেই অন্ধের মতো বিশ্বাস
করি, বাংলাদেশ এখন যে অবস্থায় আছে সে অবস্থায় থাকবে না। তারা আরও অনেক ভালে
খেলবে।