Entertainment news - হ্যাপী এবার নতুন সাজে ‘হ্যাপী নাজনীন রুবেল’

happy 
বর্তমান সময়ের আলোচিত নায়িকা নাজনীন আক্তার হ্যাপী। সম্প্রতি তিনি তাঁর ফেসবুক আইডির নাম পাল্টিয়ে ‘হ্যাপী নাজনীন রুবেল’। রোববার মধ্যরাতে হঠাৎ করে এই নাম পরিবর্তন করেন হ্যাপী।
এ বিষয় নিয়ে হ্যাপী বলেন, হঠাৎ করে ফেসবুকে লগ অন করতে গিয়ে দেখি বলা হচ্ছে, নাম পরিবর্তন করতে হবে; না হলে আইডি দিবে না। তাই উপায়ান্ত না দেখে আইডির শেষে রুবেল যুক্ত করে দেই।
রুবেলের নাম যুক্ত করার কারণ হিসেবে হ্যাপী বলেন, আমি এখনো রুবেলকে ভালবাসি। আমার মনে হয়, রুবেলও আমাকে ভালোবাসে তবে খুব জেদী হওয়ায় নিজ থেকে কিছু বলছে না।
4
উল্লেখ্য, নায়িকা হ্যাপী গত বছরের ডিসেম্বরে জাতীয় দলের ক্রিকেটার রুবেল হোসেনের বিরুদ্ধে শিশু ও নারী নির্যাতন আইনে ‘বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ’ এর মামলা করেন। মামলার পর হ্যাপী তাঁর আগের আইডি বন্ধ করে দেন। কারণ, হিসেবে তখন ‘হ্যাক’ হবার কথা বলেছিলেন। পাঠক এখানে দেখতে পারেন হ্যাপী রুবেলের সেই ভিডিও।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts