মুম্বই সানির ‘কুছ কুছ লোচা হ্যায়’তে এবার নাম লেখালেন
মডেল-অভিনেতা নভদীপ ছাবরা৷ ‘কুছ কুছ লোচা হ্যায়’ ছবিতে সানির বাপরীতে
দেখা যাবে জনপ্রিয় টিভি অভিনেতা রাম কপুরকে৷ তাঁর পাশেই গুরুত্বপূর্ণ এক
চরিত্রে দেখা য়াবে এই অভিনেতাকে৷
ছবির পরিচালক দেবাং ঢোললকিয়ার সঙ্গে এক পার্টিতে দেখা হয় নভদীপের৷
তারপরেই পরিচালকের থেকে ডাক পান তিনি৷ অডিশনের পাশাপাশি তিনি সার্টিফিকেট
পান খোদ সানির থেকে৷ পরিচালককে সানি জানান, নভদীপ খুব ডেডিকেটেড অভিনেতা৷
রাম কাপুরও জানান, তরুণ এই অভিনেতা বলিউডে সাফল্য পাবেই বলে তাঁর বিশ্বাস৷
সব মিলিয়ে ছবির চরিত্র পেতে আর দেরী হয়নি নভদীপের৷
এ ছবিতে লিড রোল না হলেও অডিশনে পরিচালককের মন বেশ ভালোভাবেই জয়
করেছেন নভদীপ৷ আর তাই ঢোলকিয়ার পরের ছবিতে একেবারে লিড রোলে ডাক পড়েছে
তাঁরই৷ এছাড়াও আরও একটি ছবিতে কাজ করতে চলেছেন তরুণ এই মডেল অভিনেতা