Science and Technology news - উইন্ডোজ ফোনে বন্ধু খোঁজার অ্যাপ

উইন্ডোজ ফোনে আসছে বন্ধু খোঁজার অ্যাপ্লিকেশন


     

উইন্ডোজ ফোনে বন্ধু খোঁজার সুবিধা দিতে একটি অ্যাপ তৈরি করছে মাইক্রোসফট। অ্যাপলের ফাইন্ড মাই ফ্রেন্ডসের সঙ্গে প্রতিযোগিতা করতে মাইক্রোসফট পিপল সেন্স নামের অ্যাপটি উন্মুক্ত করবে। এই অ্যাপটির সঙ্গে বিং ম্যাপস, বার্তা আদান-প্রদান ও কল করার সুবিধা থাকবে।
মাইক্রোসফট কর্তৃপক্ষ বর্তমানে ‘বাডি অ্যাওয়ার’ কোড নাম দিয়ে এই অ্যাপ তৈরির কাজ করছে। মাইক্রোসফটের ঘনিষ্ঠ একটি সূত্র প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জকে জানিয়েছে, উইন্ডোজ ফোনে পিপল সেন্স অ্যাপ দিয়ে বন্ধু তালিকায় থাকা কন্ট্যাক্টগুলোর রিয়েল টাইম লোকেশনের তথ্য জানা, বার্তা পাঠানো এমনকি কল করাও যাবে। তবে কবে নাগাদ এই অ্যাপটি মাইক্রোসফট উন্মুক্ত করবে—সে সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts