অভিনেতা মিশা সওদাগর। তাঁর ছেলে হাসান মোহাম্মদ ওয়ালিদ, এ লেভেলের ছাত্র। আজ থাকছে এই দুই প্রজন্মের পছন্দ-অপছন্দের কথা।
১. কোন ধরনের পোশাক ভালো লাগে?
মিশা সওদাগর: জিনস, টি-শার্ট, পাঞ্জাবি ও পাজামা।
ছেলে: যেকোনো ফরমাল পোশাক।
২. কোন ধরনের খাবার পছন্দ?
মিশা সওদাগর: মোগলাই খাবার।
ছেলে: কাচ্চি বিরিয়ানি।
৩. বারবার দেখতে ইচ্ছে করে যে সিনেমা...
মিশা সওদাগর: বাংলাদেশের নয়নমণি আর ভারতের কাভি খুশি কাভি গাম।
ছেলে: দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, পা, পিকে ও মাই নেম ইজ খান।
৪. কোথায় বেড়াতে যেতে ভালো লাগে?
মিশা সওদাগর: ভারত।
ছেলে: কক্সবাজার ও শ্রীমঙ্গল।
৫. পছন্দের অভিনয়শিল্পী...
মিশা সওদাগর: গোলাম মুস্তাফা, হুমায়ুন ফরীদি ও রাজ্জাক।
ছেলে: শাকিব খান, মৌসুমী ও শাবনূর।
৬. প্রিয় লেখক...
মিশা সওদাগর: হু.মায়ূন আহমেদ।
ছেলে: ডন ব্রাউন এবং জে কে রাউলিং।
৭. প্রিয় রং...
মিশা সওদাগর: সাদা ও কালো।
ছেলে: সবুজ।