Media news - বুড়িগঙ্গাপারে আধ্যাত্মিক গানের আসর

Image result for BAUL SINGER PICTURE


বুড়িগঙ্গা নদীর ওপারে কেরানীগঞ্জের বামনশুর দেওয়ান বাড়িতে আজ মঙ্গলবার রাতে বসবে আধ্যাত্মিক গানের আসর। মালেক দেওয়ান স্মৃতি সংসদের আয়োজনে রাত নয়টায় শুরু হবে এ অনুষ্ঠান। সারা দেশ থেকে আসা লোকগানের শিল্পীরা এই আসরে গান করবেন বলে জানান বাউল আরিফ দেওয়ান। তিনি জানান, গানের আসরের আগে সন্ধ্যায় আলফু দেওয়ান: জীবন  সংগীত বইয়ের মোড়ক উন্মোচন করবেন প্রাবন্ধিক সৈয়দ আবুল মকসুদ। ভোর পর্যন্ত গানের আসর চলবে বলে জানানো হয়।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts