জাহাঙ্গীরনগর
বিশ্ববিদ্যালয়ে ২০১৪-১৫ শিক্ষাবর্ষে অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তি না করার
সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়
ভর্তি কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন কমিটির সচিব
উপ-রেজিস্ট্রার (শিক্ষা) মোহাম্মদ আলী।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা ১১টার দিকে
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে বিশ্ববিদ্যালয় ভর্তি কমিটির সভা শুরু
হয়। বিশ্ববিদ্যালয়ের সব অনুষদের ডিন, ইনস্টিটিউটের পরিচালক এবং বিভাগের
সভাপতিরা এ কমিটির সদস্য। উপাচার্যের সভাপতিত্বে সভায় এ বছর ভর্তি
পরীক্ষায় অনুত্তীর্ণ ৯৬ জন পোষ্যকে অতিরিক্ত নম্বর দিয়ে ভর্তি করানোর
বিষয়ে আলোচনা হয়।
কমিটির সদস্য ও ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির পরিচালক
মো. ফজলুল করিম পাটোয়ারী জানান, সভায় অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তির বিষয়ে
আলোচনা হয়েছে। আলোচনার সময় দু-একটি বিভাগের সভাপতি ছাড়া অধিকাংশ বিভাগের
সভাপতি এর বিরোধিতা করেন। তাই সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে অনুত্তীর্ণ
পোষ্যদের অতিরিক্ত নম্বর দিয়ে ভর্তি না করানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ সিদ্ধান্তকে স্বাগত
জানিয়েছেন সাধারণ শিক্ষার্থী ও শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ ব্যানারে
আন্দোলনকারী শিক্ষক-শিক্ষার্থীরা।
সাধারণ শিক্ষার্থী-ব্যানারের অন্যতম আহ্বায়ক ইন্দ্রজিৎ
ভৌমিক বলেন, ‘অনুত্তীর্ণদের ভর্তি করার মতো অন্যায় কর্মকাণ্ডের বিরুদ্ধে
আমরা সাধারণ শিক্ষার্থীরা সব সময়ই সোচ্চার ছিলাম। প্রশাসনের সিদ্ধান্তকে
আমরা স্বাগত জানাই।’
শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ-ব্যানারের সঙ্গে যুক্ত ইতিহাস
বিভাগের শিক্ষক মোহাম্মদ গোলাম রব্বানী বলেন, অন্যয়ের বিরুদ্ধে
শিক্ষক-শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণের কারণেই প্রশাসন এ সিদ্ধান্ত
নিয়েছে।
অনুত্তীর্ণ পোষ্যদের ভর্তির বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে
গতকাল সকাল ১০টার দিকে শিক্ষক-শিক্ষার্থী ঐক্য মঞ্চ ব্যানারে শহীদ মিনারের
পাদদেশে মানববন্ধন করেন শিক্ষক-শিক্ষার্থীরা।
অনুত্তীর্ণদের ভর্তি করা হবে না—প্রশাসনের এ সিদ্ধান্তের
বিষয়ে জানতে চাইলে, কর্মচারী সমিতির সভাপতি আইনাল হক বলেন, ‘আগামীকাল (আজ)
আমাদের সভা আছে। সেখানে আমরা এ নিয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’