মিডিয়ার
সামনে রাখ-ঢাক ছাড়াই কথা বলেন সালমান খান। এবারো তেমনি একটি বেফাঁস
মন্তব্য করলেন ভারতের ক্রিকেট তারকা বিরাট কোহলির ব্যাপারে। টাইমস অব
ইন্ডিয়ার খবরে জানিয়েছে, সম্প্রতি সালমান খানকে চলমান বিশ্বকাপ ক্রিকেট
নিয়ে মন্তব্য জানতে চাওয়া হয়েছিল। এসময় তাকে বিরাট কোহলিকে তার সাথে তুলনা
করার কারণ সম্পর্কেও জিজ্ঞাসা করা হয়। উত্তরে তিনি বলেন, 'কোহলির স্বভাব
অনেকটাই মেয়েলী। কেনাকাটায় আসক্ত তথাকথিত শহুরে মেয়েদের মত তার স্বভাব। আর
আমি মোটেই তেমনটা না।'
এছাড়াও
নিজের বিয়ের পরিকল্পনা নিয়ে রসিকতা করে সালমান খান বলেন 'কয়েকবার এমন
হয়েছে যে বিয়ে প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিলো। কিন্তু সৃষ্টিকর্তা আমাকে রক্ষা
করেছে।'