জনপ্রিয় ধারার কবি-লেখকদের গল্প-কবিতা-উপন্যাসের পাশাপাশি দেশের
বুদ্ধিজীবী ও প্রাবন্ধিকদের প্রবন্ধের বইও ভালো বিক্রি হচ্ছে। জনপ্রিয়
ধারার বই বেশি বিক্রি হলেও বইমেলায় মননশীল বইয়ের বিক্রিও বেশ ভালো।
প্রকাশকরা বলছেন, বিষয়ভিত্তিক বইয়ের কদর দিন দিন বাড়ছে। তেমনি প্রবন্ধ,
গবেষণামূলক গ্রন্থের বিক্রিও বেশ ভালো। একে পাঠকের চিন্তার স্তরের উত্তরণ
ঘটছে বলেই মনে করছেন প্রকাশকরা।
অবসর প্রকাশনীর প্রকাশক আলমগীর
রহমান বললেন, গল্প উপন্যাসের বাইরে বিষয়ভিত্তিক বইয়ের প্রতি পাঠকের আগ্রহ
বাড়ছে। এতে আমাদের প্রকাশনা জগতে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। আমরা পাঠকের
আগ্রহের কথা ভেবে নানা ধরনের বই প্রকাশের সাহস দেখাচ্ছি। মেলায় সেসব বই
বিক্রিও হচ্ছে।
সময় প্রকাশনীর প্রকাশক ফরিদ আহমদ বললেন, মেলায়
সবসময় ‘ফিক্শ্ন’ বইয়ের চাহিদা। এর বাইরে প্রবন্ধের এবং বিষয়ভিত্তিক বইয়ের
প্রতি পাঠকের আগ্রহ দেখা যাচ্ছে। এটা আশার কথা।
উল্লেখযোগ্য প্রবন্ধের বই
বিদ্যা প্রকাশনী এনেছে সিরাজুল ইসলাম চৌধুরীর ‘প্রবন্ধ সমগ্র-৭’, জুলফিয়া
ইসলামের ‘তৃতীয় লিঙ্গের অবস্থান’, ফখরে আলমের ‘মুক্তিযুদ্ধের জানা-অজানা’,
অনুপম প্রকাশনী থেকে এসেছে অধ্যাপক আনিসুজ্জামানের ‘পুরনো বাংলা গদ্য’,
যতীন সরকারের ‘রচনা সমগ্র-৫’, ড. তপন কুমার বিশ্বাসের ‘লোককবি লালন’, ড.
মাহবুব সাদিকের ‘সাহিত্য শিল্প প্রতিমা’, গোলাম কবীরের ‘রবীন্দ্র অনুভব’।
আরও রয়েছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা যুদ্ধের জয়-পরাজয় বদরুদ্দীন উমর,
কথাপ্রকাশ। যতীন সরকারের ‘ব্যাকরণের ভয় অকারণ’, নন্দিত। হায়াত্ মামুদের অমর
একুশে, ইত্যাদি গ্রন্থপ্রকাশ।
মেলামঞ্চে আলোচনা
রবিবার বিকেলে অমর একুশে গ্রন্থমেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হয় বাংলা
একাডেমি প্রকাশিত এবং আবদুশ শাকুর রচিত ২ খণ্ডের ‘রবীন্দ্রজীবন গ্রন্থ’
বিষয়ে ‘রবীন্দ্রনাথ : মহাজীবনের অঙ্গ’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে
প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক বেগম আকতার কামাল। আলোচনায় অংশগ্রহণ করেন
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান এবং অধ্যাপক ফকরুল আলম। সভাপতিত্ব
করেন অধ্যাপক সন্জীদা খাতুন।
প্রাবন্ধিক বলেন, জীবনের বিভিন্ন
পর্যায়ে সাংসারিক ও প্রাত্যহিক রবীন্দ্রনাথ উন্নীত হয়ে গেছেন নান্দনিকতায়,
বৈশ্বিকতায় করেছেন স্বতিক্রমণ। এই ধরনটি তাঁর জীবনের একটি অনন্য বৈশিষ্ট্য।
জীবনের বিচিত্র ঘাটে-ঘাটে নানা মানুষের অঙ্গ-সঙ্গ ও উষ্ণ-তিক্ত সম্পর্ক
থেকে তিনি নিষ্কাশন করে নিতেন বিপুল সৃষ্টিকর্মের উত্স-উপাদান ও ভাববৈভব।
এ-অর্থেই বলা যায়, এ যেন এক মহাজীবন- নিজ জীবনকে যিনি পলে-পলে সৃষ্টিমুখর
করে তুলেছেন। আবদুশ শাকুর প্রণীত রবীন্দ্রজীবন রবীন্দ্রনাথের এইসব
জীবনবৈশিষ্ট্য ধারণ করে গবেষকসহ সাধারণ পাঠককে তাঁর সৃষ্টির প্রতি আগ্রহী
করে তুলবে।
আলোচকদ্বয় বলেন, বাংলা একাডেমি আবদুশ শাকুরকে
রবীন্দ্রজীবনী প্রণয়নের দায়িত্ব দিয়ে আমাদের ধন্যবাদার্হ হয়েছেন। যদিও
আবদুশ শাকুরের অকস্মাত্ প্রয়াণের ফলে এই জীবনীর পূর্ণাঙ্গ অংশ থেকে আমরা
বঞ্চিত হয়েছি। পরিকল্পিত চার খণ্ডের প্রথম দুই খণ্ডে আবদুশ শাকুর যে
গবেষণা-নিষ্ঠা ও দৃষ্টির নতুনতায় রবীন্দ্রজীবনকে ধারণ করেছেন তা বাংলা
জীবনীসাহিত্যে একটি নতুন সংযোজন। কিছু অপূর্ণতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও
বাংলা একাডেমি প্রকাশিত রবীন্দ্রজীবনী রবীন্দ্র- গবেষণার ধারাকে একটি নতুন
মাত্রা দেবে নিঃসন্দেহে।
সভাপতির বক্তব্যে অধ্যাপক সন্জীদা
খাতুন বলেন, ‘রবীন্দ্রভুবনের বিপুলতা ও বৈচিত্র্য আবদুশ শাকুর তার
রবীন্দ্রজীবন গ্রন্থে শিল্প দক্ষতার সঙ্গে তুলে ধরেছেন। কেবল তথ্য ও
তত্ত্বের সমাবেশ নয় বরং জীবনরসিকের দৃষ্টিতে রবীন্দ্রবিশ্ব অবলোকন করেছেন
তিনি। আবদুশ শাকুরের মতো আমরাও যদি কেবল জীবনতথ্য দিয়ে নয়; সাহিত্যসৃষ্টির
মধ্য দিয়ে রবীন্দ্রনাথকে দেখি তবে আমাদের সত্যদর্শন ঘটবে।’ আলোচনাশেষে
সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠানে বাংলাদেশ পুলিশ মঞ্চস্থ করে নাটক
রাজারবাগ’৭১। নাটকটি পরিচালনায় রয়েছেন মোঃ শরিফুল আলম।
‘নজরুল মঞ্চের’ চিত্র
রবিবার একাডেমির ‘নজরুল মঞ্চে’ ৭টি নতুন বইয়ের মোড়ক উন্মোচিত হয়েছে। এর
মধ্যে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদ উন্মোচন করেন এ এ এম হাফিজুর রহমানের
‘মনের বাড়ি আরশি নগর’ ও সাবিনা ইয়াসমিনের ‘তমোঘ্না’র মোড়ক উন্মোচন করেন।
বেসামরিক বিমান মন্ত্রী রাশেদ খান মেনন উন্মোচন করেন সরকার জাহানারা ফরিদের
‘মায়ের কাছে লেখার পর’ বইটির মোড়ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার
আলম গতকাল বাংলা একাডেমির নজরুল মঞ্চে কবি মোঃ সাহাজ উদ্দিন রচিত ‘কাব্যে
মহানায়িকা সুচিত্রা সেন’ কাব্য গ্রন্থের মোড়ক উন্মোচন করেন। মোড়ক উন্মোচন
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অভিনেতা আব্দুল আজিজ এবং পিআইবি
মহাপরিচালক শাহ মোঃ আলমগীর।
আজকের অনুষ্ঠান
আজ
সোমবার বিকেলে মেলার মূল মঞ্চে অনুষ্ঠিত হবে ‘সবুজপত্রের শতবর্ষ’ শীর্ষক
আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করবেন আবুল মোমেন। আলোচনায়
অংশগ্রহণ করবেন অধ্যাপক সৌভিক রেজা এবং আবদুল আলীম। অনুষ্ঠানে সভাপতিত্ব
করবেন অধ্যাপক গোলাম মুরশিদ।