Media news - মূকাভিনয়

ভাষার মাসে তির্যকের নাট্যায়োজন

মূকনাটক যেমন কর্ম তেমন ফল-এর দৃশ্য। মাইম আর্টের কমেডি ধাঁচের এই মূকনাটকের উদ্বোধনী প্রদর্শনী হয়েছে ৯ জানুয়ারি। দ্বিতীয় প্রদর্শনী হয়েছে গতকাল বুধবার সন্ধ্যায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটারে। হাস্যরসের মধ্য দিয়ে সোয়া এক ঘণ্টার এই প্রযোজনায় সমাজের বাস্তব কিছু চিত্র তুলে ধরা হয়েছে। এটি লিখেছেন ও নির্দেশনা দিয়েছেন নিথর মাহবুব।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts