Style news - চটজলদি ত্বকের যত্ন

পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই ত্বকের সৌন্দর্য বাড়াবে প্রাকৃতিক উপাদানে তৈরি ফেসপ্যাক। মডেল: আইরিন, ছবি: নকশা     
ঘর থেকে বের হলেই ধুলার ঝাপটা এসে লাগছে মুখে। উফ্, কী বিরক্তিকর! কী আর করা, বসন্ত ঋতুটাই যে এমন। এমন ঋতুতেই ত্বকের বিশেষ যত্ন নিতে হয়, বিশেষ করে মুখের। তা না হলে ব্রণ বা অ্যালার্জির মতো সমস্যা লেগে থাকবে। অনেকের আবার ঘরে-বাইরে কাজের চাপে ত্বকের যত্ন নেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তাই তাঁরা সময় বাঁচাতে ব্যবহার করে থাকেন বাজার থেকে কেনা প্রসাধনী।
কিন্তু সবার ত্বকের জন্য আবার ওই সব প্রসাধনী ব্যবহারযোগ্য হয় না। নিজের ত্বক না বুঝে অনেকেই ভুল প্রসাধনী ব্যবহার করেন। ফলে ত্বক ক্ষতিগ্রস্ত হয়। তাই রূপ বিশেষজ্ঞরা মনে করেন, ঘরে তৈরি ফেস প্যাক বা ক্লেনজারগুলোই ত্বকের যত্নে বেশি উপকারী। কাজের চাপে যাঁরা বেশি ব্যস্ত থাকেন, তাঁরা অবসরে কিছু প্রাকৃতিক ক্লেনজার বা ফেসপ্যাক তৈরি করে ফ্রিজে রেখে বেশ কিছুদিন ব্যবহার করতে পারেন। এসব তৈরির পদ্ধতি জানিয়েছেন রূপ বিশেষজ্ঞ ও নভীন’স অ্যারোমা স্কিন ট্রিটমেন্ট সেন্টারের প্রধান নির্বাহী পরিচালক আমিনা হক।

স্বাভাবিক ত্বকহাতের কাছে পানি থাকলে কমপক্ষে এক ঘণ্টা পর পর পানি দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। ফলে মুখে ধুলা জমতে পারবে না। এ ছাড়া শশা ও লেবুর রসের সঙ্গে ময়দা মিশিয়ে পেস্ট তৈরি করে ফ্রিজে রেখে দিতে পারেন। ঘর থেকে বের হওয়ার আগে পেস্টটি মুখে ঘষে মুখ ধুয়ে নিন, ময়লা কেটে যাবে।

তৈলাক্ত ত্বকবাইরে থেকে এসে মুখের ময়লা দূর করতে ব্যবহার করতে পারেন এই প্যাক। ১ কাপ পরিমাণ বাটা বা ব্লেন্ড করা নিমপাতা এক লিটার পানির সঙ্গে জ্বাল দিয়ে নিন। ঠান্ডা হলে মিশ্রিত নির্যাস দিয়ে মুখ ধুয়ে ফেলুন অথবা নির্যাসটি ফ্রিজে রেখে বরফের কিউব তৈরি করে মুখে ঘষতে পারেন। এ ছাড়া রোদে পোড়া ভাব দূর করতে ফ্রিজে রাখা টমেটো কেটে মুখে ঘষে নিতে পারেন অথবা মুলার রস ও শঙ্খ গুঁড়ার মিশ্রণও ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন।

শুষ্ক ত্বকযেকোনো বাদাম ও মধুর মিশ্রণে পেস্ট তৈরি করে ফ্রিজে রেখে ব্যবহার করতে পারেন। এই পেস্ট শুষ্ক ত্বক নরম রাখতে সাহায্য করে। এ ছাড়া ডিমের কুসুম ও ময়দা একসঙ্গে মিশিয়ে ফেস মাস্ক তৈরি করতে পারেন। মুখে লাগিয়ে পাঁচ থেকে ছয় মিনিট পর ধুয়ে ফেলুন। টোনার হিসেবে কমলালেবু কিংবা গাজরের রস তুলার সাহায্যে মুখে লাগাতে পারেন।
মিশ্র ত্বক
ডিমের সাদা অংশ, বেকিং পাউডার ও কর্নফ্লাওয়ার একসঙ্গে মিশিয়ে চটজলদি মিশ্রণ তৈরি করে ক্লেনজার হিসেবে ব্যবহার করুন। ত্বকে রোদের পোড়া ভাব দূর করতে সানস্ক্রিন লোশন বা ক্রিম ব্যবহার করার চেয়ে সানস্ক্রিন পাউডার ব্যবহার করা ভালো। কারণ, লোশন বা ক্রিম ব্যবহারে ত্বকে বেশি ধুলা জমতে পারে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts