নতুন আসবাব
ফ্যাশন হাউস শৈল্পিক এবার এনেছে আসবাব। ঢাকা ও চট্টগ্রামে তাদের শাখাগুলোতে ঘর ও অফিস সাজানোর নানা রকম আসবাব পাবেন।
ফেসবুক: www.facebook.com/shoilpik-limited
প্রশিক্ষণনারীদের জন্য গৃহসুখন আয়োজন করেছে নানা বিষয়ে প্রশিক্ষণ। পোশাক তৈরি, সৌন্দর্যচর্চা, রান্না, খাবার সংরক্ষণ ইত্যাদি বিষয়ে ভর্তি চলছে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
ভারতীয় খাবার উৎসবঢাকার গুলশান ২-এর ৯৬ নম্বর সড়কে সিক্স সিজনস হোটেলে চলছে ভারতীয় খাবারের উৎসব। কলাগাছের নিচে টেবিলের ওপর সাজানো হয়েছে মোমবাতির আলোতে। ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার দিয়ে সাজানো হয়েছে বুফে টেবিল। মাটির পাত্রে কলাপাতা বিছিয়ে তার ওপরে রাখা হয়েছে বিভিন্ন খাবার। ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে মাসজুড়ে। প্রতিদিন সন্ধ্য ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁটি। দশ পদের মূল খাবার, আট পদের সালাদ ও ছয় ধরনের মিষ্টি দিয়ে সাজানো হয়েছে এ উৎসব।
নতুন পোশাকছেলে ও মেয়েদের জন্য নতুন নকশার পোশাক এনেছে জেন্টল পার্ক। পশ্চিমা ধাঁচের কুর্তা, টপ, জ্যাকেট, শার্ট, প্যান্ট ইত্যাদি তো আছেই। আরও পাবেন পাঞ্জাবি, কুর্তা ইত্যাদি। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।
চট্টগ্রাম ও খুলনায়ও তাদের বিক্রয়কেন্দ্র আছে।
বর্ষপূর্তি২০ ফেব্রুয়ারি ছিল রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের অষ্টম বর্ষপূর্তি। বিকেল থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা চলে আসেন ঢাকার ধানমন্ডির অর্কিড প্লাজায় তাঁদের কার্যালয়ে। তাঁদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি পালন করেন প্রতিষ্ঠানটির পরিচালক গুলসান নাসরীন চৌধুরী। এদিন আরও এসেছিলেন রূপবিশেষজ্ঞ, মডেল ও ফ্যাশন ডিজাইনাররা।
ফ্যাশন হাউস শৈল্পিক এবার এনেছে আসবাব। ঢাকা ও চট্টগ্রামে তাদের শাখাগুলোতে ঘর ও অফিস সাজানোর নানা রকম আসবাব পাবেন।
ফেসবুক: www.facebook.com/shoilpik-limited
প্রশিক্ষণনারীদের জন্য গৃহসুখন আয়োজন করেছে নানা বিষয়ে প্রশিক্ষণ। পোশাক তৈরি, সৌন্দর্যচর্চা, রান্না, খাবার সংরক্ষণ ইত্যাদি বিষয়ে ভর্তি চলছে। ফোন: ০১১৯৯০৭৫৫৬৯।
ভারতীয় খাবার উৎসবঢাকার গুলশান ২-এর ৯৬ নম্বর সড়কে সিক্স সিজনস হোটেলে চলছে ভারতীয় খাবারের উৎসব। কলাগাছের নিচে টেবিলের ওপর সাজানো হয়েছে মোমবাতির আলোতে। ভারতের বিভিন্ন অঞ্চলের খাবার দিয়ে সাজানো হয়েছে বুফে টেবিল। মাটির পাত্রে কলাপাতা বিছিয়ে তার ওপরে রাখা হয়েছে বিভিন্ন খাবার। ১৭ ফেব্রুয়ারি শুরু হওয়া এ উৎসব চলবে মাসজুড়ে। প্রতিদিন সন্ধ্য ৭টা থেকে রাত ১১টা পর্যন্ত খোলা থাকছে রেস্তোরাঁটি। দশ পদের মূল খাবার, আট পদের সালাদ ও ছয় ধরনের মিষ্টি দিয়ে সাজানো হয়েছে এ উৎসব।
নতুন পোশাকছেলে ও মেয়েদের জন্য নতুন নকশার পোশাক এনেছে জেন্টল পার্ক। পশ্চিমা ধাঁচের কুর্তা, টপ, জ্যাকেট, শার্ট, প্যান্ট ইত্যাদি তো আছেই। আরও পাবেন পাঞ্জাবি, কুর্তা ইত্যাদি। ঢাকার যমুনা ফিউচার পার্ক ও বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে তাদের শাখা আছে।
চট্টগ্রাম ও খুলনায়ও তাদের বিক্রয়কেন্দ্র আছে।
বর্ষপূর্তি২০ ফেব্রুয়ারি ছিল রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের অষ্টম বর্ষপূর্তি। বিকেল থেকে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীরা চলে আসেন ঢাকার ধানমন্ডির অর্কিড প্লাজায় তাঁদের কার্যালয়ে। তাঁদের সঙ্গে উৎসবমুখর পরিবেশে বর্ষপূর্তি পালন করেন প্রতিষ্ঠানটির পরিচালক গুলসান নাসরীন চৌধুরী। এদিন আরও এসেছিলেন রূপবিশেষজ্ঞ, মডেল ও ফ্যাশন ডিজাইনাররা।