কিছুদিন
ধরেই শোনা যাচ্ছে, এমা ওয়াটসনের প্রেমে পড়েছেন হ্যারি! না না, এই হ্যারি
‘হ্যারি পটার’-এর হ্যারি নয়, ইংল্যান্ডের ছোট যুবরাজ। ‘ওমেন্স ডে’ দাবি
করেছে, প্রিন্স হ্যারি ও এমা ওয়াটসন গোপনে প্রেম করছেন।
বেশ
কিছুদিন হলো প্রায়ই একসঙ্গে দেখা যাচ্ছে এই যুগলকে। কখন লেট নাইট পার্টি,
তো কখনো পাঁচতারা হোটেলে লাঞ্চ। সকাল থেকে রাত, সবর্দা নাকি একসঙ্গে সময়
কাটাছেন এই জুটি। তবে লুকিয়ে নয়, সবটাই প্রকাশ্যে। আর এ থেকেই সন্দেহ দানা
বাঁধছে যে, হ্যারি-এমা প্রেম করছেন।
প্রেমের
এই গুঞ্জনকে আরো উস্কে দিয়েছে, এমার সঙ্গে ম্যাট জেনির দীর্ঘদিনের
সম্পর্কের ইতি। আর এটি নিয়ে সামাজিক যোগযোগ মাধ্যমেও সৃষ্টি হয়েছে তুমুল
সমালোচনার ঝড়। এই আলোচনাকে কেন্দ্র করে দুইভাগ সাইবার দুনিয়া। এক দল
চাইছেন, এমার সঙ্গে প্রিন্স হ্যারির সম্পর্ক গুজব নয়, যেন এই প্রণয়ের
সম্পর্ক বাস্তবে রূপ পায়। অন্যদিকে নিন্দুকেরা বলছেন, আভিজাত্যের জন্যই
নাকি এমা আঁঁকড়ে ধরতে চাইছেন যুবরাজকে।
তবে
এই সব গুঞ্জণকে নাকোচ করে দিয়েছেন এমা। এক টুইটার বার্তায় তিনি বলেছেন,
‘বিশ্বকে এটা মনে রাখতে হবে যে, মিডিয়াতে যা লেখা হয় তার সবকিছু বিশ্বাস
করতে হয় না। ... একই সঙ্গে কোনো প্রিন্সকে বিয়ে করা প্রিন্সেস হওয়ার জন্য
পূর্বশর্ত নয়।’