কিছু
আপত্তিকর দৃশ্যের কারণে ‘ডার্টি পলিটিক্স’ ছবির মুক্তিতে নিষেধাজ্ঞা জারি
করেছে ভারতের পাটনা হাইকোর্ট। মঙ্গলবার এই আদেশ দেয়া হয় বলে জানিয়েছেন
রাষ্ট্রপক্ষের এক আইনজীবী।
একটি
পিটিশনের শুনানি শেষে হাইকোর্টের একটি বেঞ্চ এই আদেশ দেয়। আপত্তিকর
দৃশ্যগুলো বাদ না দেয়া পর্যন্ত ছবিটি মুক্তি না দিতে কর্তৃপক্ষকে নির্দেশ
দেয়া হয়েছে। একই সঙ্গে ‘সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন’কে একটি
নোটিশ দিয়েছে আদালত।
পিটিশন
দায়েরকারী আদালতে বলেছেন, ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা মল্লিকা
শেরাওয়াত ভারতের জাতীয় পতাকা পরেছিলেন। এটি জাতীয় পতাকাকে অপমানিত ও
অসম্মানিত করেছে।
কেসি বোকাদিয়া পরিচালিত ডার্টি পিটচার ছবিটি ৬ মার্চ মুক্তি পাওয়ার কথা।