World news - মহিষের শিংয়ের মাথায় গাড়ি!

মহিষের শিংয়ের মাথায় গাড়ি!
যুক্তরাষ্ট্রের ওয়াইওমিংয়ের একটি সাফারি পার্কে আগত লোকজন সম্প্রতি একটি দৃশ্য দেখে ভড়কে যায়। তারা দেখতে পান একটি বিশালদেহী মহিষের শিংয়ে গেঁথে আছে একটি বিশালবহুল পাজোরো গাড়ি! কিভাবে এটি ঘটল তারা তা ভেবে পেল না। কিছুক্ষণ পর মহিষটি নাড়াচাড়া করে গাড়িটি শিং থেকে আছড়ে ফেলে। কোনোরকমে রক্ষা পাওয়া গাড়ির যাত্রীরা জানান, তারা গাড়িটিতে বসে বন্য মহিষের একটি দলের ছবি তুলছিলেন। কিন্তু কি মনে করে বিশালাকার এই জন্তুটি ছুটে এসে গাড়িতে শিং দিয়ে আঘাত করে। এতে গাড়ির বডি ছিদ্র হয়ে শিংয়ে গেঁথে যায় এটি। এভাবেই সে গাড়িটি শুন্যে তুলে ধরে রাখে বেশ কিছুক্ষন। লোকজন অবাক হয়ে তা দেখতে থাকে। কেউ কেউ ভিডিও করে এই দৃশ্য ইউটিউবে ছেড়ে দেন।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts