Entertainment news - ইমেইল আইডি নেই সালমানের!

ইমেইল আইডি নেই সালমানের!
এই ডিজিটাল দুনিয়ায় ইমেইল আইডি ছাড়া কাউকেই ভাবা যায় না। কিন্তু এ ক্ষেত্রে ব্যতিক্রম সালমান খান। সামাজিক যোগাযোগ সাইট টুইটারে বেশ সক্রিয় থাকলেও কখনোই কোন ইমেইল আইডি খুলেননি দাবাং সুপারস্টার সালমান খান। এর কারণ, ইমেইলের ভার্চুয়াল দুনিয়ার চেয়ে মানুষের সাথে সরাসরি কথা কথা বলতে বেশি পছন্দ করেন তিনি।  দুবাইয়ের একটি রেডিও চ্যানেলকে দেয়া সাক্ষাতকারে ইমেইল না থাকার বিষয়টি খোলাসা করেছেন সালমান। তিনি জানান, কখনোই ইমেইলের প্রয়োজনীয়তা তিনি অনুভব করেননি। এর চেয়ে বরং ফোনকেই বেশি নির্ভরযোগ্য মনে করেন সালমান। সূত্র: টাইমস অব ইন্ডিয়া
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts