ইতালি
পরিবেশাবাদী আন্দোলনকারীরা জেমস বন্ডকে ধন্যবাদ জানিয়েছেন। কেননা তিনি
নাকি, রাস্তা পরিষ্কার করার জন্য রোমের সরকারি কর্মকর্তাদের জোর করেছেন।
অন্য কোনো কারণ নয়, জেমস বন্ডের পরবর্তী ছবি ‘স্পেক্টর’র শুটিংয়ের কারণে এই
প্রণোদনা দেয়া হয়েছে।
জেমস
বন্ড সিরিজের ২৪তম ছবি ‘স্পেক্টর’। এটি বর্তমানে ইতালির রাজধানী রোমে
চিত্রায়িত হচ্ছে। শুটিংয়ের জন্য নির্বাচিত স্থানগুলো নোংরা হওয়ার কারণে
সেখানকার কর্মকর্তাদের পরিষ্কার করার কথা বলা হয়েছে।
ফেব্রুয়ারির
মাঝামাঝি থেকে প্রোডকশনের কর্মীরা রোমে অবস্থান করছেন। এখন গুজব শোন
যাচ্ছে, ছবির লোকেশনের খারাপ অবস্থা হওয়ার কারণে শুটিং ঝুঁকির মধ্যে পড়েছে।