World news - দুই ঈদেই নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি ঘোষণা

দুই ঈদেই নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি ঘোষণা
মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিন নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলে ছুটি ঘোষণা করা হয়েছে। এই ঘোষণার মাধ্যমে নিউইয়র্কে মুসলমানদের, বিশেষ করে বাংলাদেশি কমিউনিটির দীর্ঘদিনের একটি দাবি পূরণ হয়েছে। অন্যদিকে নির্বাচনের সময় দেয়া প্রতিশ্রুতি পূরণের মাধ্যমে ইতিহাস সৃষ্টি করলেন নিউইয়র্কের মেয়র বিল ডি. ব্লাজিও।
স্থানীয় সময় বুধবার দুপুরে নিউইয়র্কের ব্রুকলিনের বে রিজের পিএস/আইএস-৩০ স্কুলে মেয়র বিল ব্লাজিও এবং পাবলিক স্কুলের চ্যান্সেলর কারম্যান ফারিনা আনুষ্ঠানিকভাবে নিউইয়র্ক সিটির সকল পাবলিক স্কুল ঈদুল ফিতর এবং ঈদুল আজহার দিন ছুটি ঘোষণা করেন। এই দুই ঈদে মুসলিম ছেলে-মেয়েদের আর স্কুলে যেতে হবে না। তারা তাদের পবিত্র ঈদ পালন করতে পারবে। তবে এই ঘোষণা আগামী ২০১৫-১৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
নিউইয়র্ক সিটির মেয়র বিল ডি. ব্লাজিও ঐতিহাসিক ঘোষণা শেষে বলেন, নিউইয়র্কে বসবাসরত মুসলিম কমিউনিটির প্রতি শ্রদ্ধা জানিয়ে আমরা এই ঘোষণা দিয়েছি। তিনি আরো বলেন, ঈদে ছুটি ঘোষণার ফলে নিউইয়র্কের মুসলিম পরিবারগুলোকে আর ঈদের দিনে তাদের ছেলেমেয়েকে স্কুলে পাঠানো নিয়ে সিদ্ধান্তহীনতায় পড়তে হবে না। তারা এখন আনন্দের সঙ্গে তাদের পবিত্র ঈদ উদযাপন করতে পারবেন।
উল্লেখ্য, নিউইয়র্ক সিটির পাবলিক স্কুলগুলোতে মুসলিম ছাত্র-ছাত্রী সংখ্যা শতকরা প্রায় ১২ ভাগ। অন্যদিকে ঈদের দিনে গত বছর শতকরা ৩৬ ভাগ ছাত্র-ছাত্রী স্কুলে অনুপস্থিত ছিল।
দুই ঈদে স্কুল ছুটির ঘোষণায় নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশী কমিউনিটিতে আনন্দের বন্যা বইছে। দীর্ঘদিন থেকেই নিউইয়র্কের বিভিন্ন সংগঠন এবং মসজিদ কমিটির পক্ষ থেকে দুই ঈদে ছুটির জন্য লবিয়িং করে আসছিলেন। তাদের দুটো দাবির মধ্যে একটি পূরণ করলেন মেয়র বিল ডি. ব্লাজিও। আরেক স্বপ্ন হচ্ছে পাবলিক স্কুলগুলোতে মুসলিম ছাত্র-ছাত্রীদের জন্য হালাল খাবার সরবরাহ। যদিও মেয়র ব্লাজিও ২০১৩ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি নির্বাচিত হলে পাবলিক স্কুলে দুই ঈদে ছুটি ঘোষণা এবং হালাল খাবার সরবরাহের ব্যবস্থা করবেন। তিনি তার একটি প্রতিশ্রুতি পূরণ করেছেন। অন্যটিও খুব শিগগির পূরণ করবেন বলে আশা করছেন প্রবাসী বাংলাদেশিরা।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts