Star war began - নীহারিকার কেন্দ্রে দণ্ডপ্রাপ্ত ২ তারা


নীহারিকার কেন্দ্রে দণ্ডপ্রাপ্ত ২ তারা
জ্যোতির্বিদরা রহস্যময় একটি নীহারিকার কেন্দ্রে র শক্ত একটি অক্ষে আটকে থাকা দুইটি তারা আবিষ্কার করেছেন। খবর বিবিসি’র।
দুইটি শ্বেত বামন তারা - বড় এমন ধরনের তারা যুগলের প্রথম আবিষ্কার।
নিষ্প্রভ তারায় পুনরায় প্রজ্জ্বলিত  এবং বিস্ফোরণ ঘটাতে একটি সাদা বামান তারার অবশ্যই ভর অর্জন করতে হবে। এ প্রক্রিয়া সম্পন্ন হবে, হয় একটি তারা অন্যটিকে আকড়ে ধরার মাধ্যমে নতুবা একটি সঙ্গে অন্যটিকে গলিয়ে জোড়া লাগানোর মাধ্যমে (যদি সঙ্গী তারাটিও শ্বেত বামান তারা হয়)।
এটাই প্রথম ধারণকৃত উদাহরণ এ ধরনের একীভূতকরন প্রক্রিয়ার নেতৃত্ব দেয়ার পদ্ধতির।
দুই তারার উপস্থিতি পারিপার্শ্বিক নীহারিকার অদ্ভুত আকারের ব্যাখ্যা করে। তারা মরে যাওয়ার পর শ্বেত বামন তারায় রূপান্তরের সময় হেনিয ২-৪২৮ - ( Henize 2-428) নামে  - মহাশুন্যে গ্যাসের একটি মেঘ নিক্ষেপ করে।
চাইলি’র অ্যাট্যাক্যাম্যা ডিসার্টে খুব বৃহৎ টেলিস্কোপ এবং ক্যান্যারি দ্বীপ এবং দক্ষিণ আফ্রিকা টেলিস্কোপ ব্যবহার করে এ প্রক্রিয়া আবিষ্কার করা হয়েছে। আবিষ্কারটি দ্য জার্নাল ন্যাচারে প্রকাশিত হয়েছে।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts