Excellent love waiting for upcoming babies - ১ সন্তানের ৩ মা-বাবা ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে অনুমোদন


১ সন্তানের ৩ মা-বাবা ব্রিটিশ পার্লামেন্টের নিম্নকক্ষে অনুমোদন
 
তিনজন মানুষের কাছ থেকে ডিএনএ নিয়ে শিশুর জন্ম দেয়া যাবে কিনা এই বিষয়ে মঙ্গলবার ব্রিটেনে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নে সংসদ সদস্যরা এর পক্ষে ভোট দিয়েছেন। ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষে গৃহীত ভোটে প্রস্তাবটির পক্ষে ৩৮২ ভোট ও বিপক্ষে ১২৮ ভোট পড়ে। ব্রিটেন প্রথম দেশ হিসেবে এক শিশুর তিন জন মা-বাবার স্বীকৃতির আইন তৈরিতে একটি ধাপ অতিক্রম করলো।
এর পর পার্লামেন্টের উচ্চকক্ষে প্রস্তাবটি পাশ হলে এ সংক্রান্ত আইন তৈরিতে আর কোন বাধা থাকবে না। হাউজ অব লর্ডসের অনুমোদনের পর আগামী বছরের কোনো এক সময় এরকম ‘তিন মা-বাবার শিশুর’ জন্ম হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিজ্ঞানীদের অভিমত প্রাণঘাতী জেনেটিক রোগ প্রতিরোধে এই কৌশল কার্যকর ভূমিকা পালন করবে।
 
 
 
 
প্রস্তাবটি ব্রিটেনে তীব্র নৈতিক বিতর্ক তৈরি করেছে। চার্চের শীর্ষস্থানীয় ব্যক্তিরা এই উদ্যোগটি আটকে দেয়ার আহ্বান জানিয়েছেন।
প্রস্তাবটির পক্ষে বক্তব্য দিতে গিয়ে ব্রিটিশ এমপিরা একে কিছু মা-বাবার জন্য 'সুড়ঙ্গের শেষ প্রান্তের আলো' হিসেবে বলেছেন। বিশেষ করে জেনেটিক রোগের কারণে অনেকেই তাদের সন্তানদের হারাচ্ছেন।
এরকম একজন মা মাইটোকন্ড্রিয়াল অসুখের কারণে তার সাত সন্তানকেই হারিয়েছেন। ঐ সাত শিশুই এই রোগটি তাদের মায়ের জিন থেকে পেয়েছিল।
-

Latest

Popular Posts

Popular Posts

Popular Posts